আসসালামু আলাইকুম। আমি জয়েন্ট ফ্যামিলির বউ। পরিবারে শাশুড়ী আম্মা, দুই ভাসুর ও তাদের বউ এবং আমি আমার স্বামী সহ থাকি। আমার শাশুড়ী আম্মা আমাদের বউদের উপর নানাবিধ মানসিক নির্যাতন করেন। এর মধ্যে খাবারের খোটা দেয়া, কাজের খোটা দেয়া, বাসা থেকে বের হয়ে যেতে বলা, বউদের বিরুদ্ধে উনার ছেলেদের মানে আমাদের স্বামীদের কাছে মিথ্যা অভিযোগ ও মিথ্যা অপবাদের মাধ্যমে কান ভারী করা সহ এমন কিছু বাদ নাই যা উনি করেন না মানসিক নির্যাতনের মাধ্যমে। আমাদের স্বামীরাও উনার কথা অন্ধভাবে বিশ্বাস করে আমাদের বউদের সাথে খারাপ ব্যবহার ও বেইন্সাফি করেন।
এখন, নিজেদের ওপর হওয়া জুলুমের প্রেক্ষিতে কষ্টের কথাগুলো আমরা বউরা নিজেদের মধ্যে শেয়ার করি। এরকম কথোপকথনে শাশুড়ী ও স্বামীদের প্রতি ক্ষোভ ও রাগ প্রকাশ পায়। এতে কি গীবত হবে?
আমি গীবত করতে চাইনা৷ কিভাবে কথা বললে বা কিভাবে কষ্টের কথাগুলো শেয়ার করলে গীবত হবে না??
আর যদি গীবত হয়েই থাকে তবে তা উনাদের জুলুমের প্রেক্ষিতেই করা হয়েছে । এতে কি গুনাহ হবে?
ওভার অল সিচুয়েশনে কি করনীয় যাতে আমাদের বউদের গুনাহ না হয়???
দয়া করে সুন্দর উত্তর দিয়ে কৃতজ্ঞ করবেন।