১/আওয়াল ওয়াক্ত কত মিনিট পর্যন্ত থাকে?যদি জোহরের ওয়াক্ত ১২টায় শুরু হয় তাহলে ১২.৩০পর্যন্ত বা এরপর পর্যন্ত কি থাকবে?নাকি ওয়াক্তের আগেই অযু বানিয়ে ওয়াক্ত হওয়া মাত্রই দাঁড়িয়ে যেতে হবে?৫/১০মিনিট লেট হলেও কি আওয়াল ওয়াক্ত মিস যাবে?
২/আমার পরিবারে খুব গীবত হয়।কখন কথা বলতে বলতে যে গীবত করে ফেলে!আমি থামাতে চাইলে আমার প্রতি বিরক্তবোধ বা রাগ করেন।আমার মাও খুব গীবত করেন,মানুষের দোষ ধরেন।বড় মানুষ উনাকে আটকাতে গেলে উনি আমার প্রতি খারাপ মনোভাব পোষণ করেন।এভাবে পরিবারের অন্যরাও কথা বলতে চাইলে আমি পালিয়ে যেতে চাই।দেখা যায় প্রায় কথাতে গীবত থাকবেই।আমি খুব মিশুক না,যার কারণে কথা বাড়াতে পারিনা,ঠিকমতো কিভাবে কথা বলবো এইটাও বুঝিনা।দাওয়াহ কিভাবে দিব এইটাও বুঝিনা।দাওয়াহ নিয়ে থাকলেও আমি দাওয়াহ শুরু করতে পারিনা।শুরু করলেও ঠিকমতো কথা বলতে পারিনা,উলট পালট কথা বলি।আমি ইসলামের কোনো নিষেধাজ্ঞা বল্লেও তারা বিরক্ত হোন বা রাগ করেন।আমারো ত্রুটি আছে।আমার আচরণ ও ঠিক নাই।আমার পরিবার কম কথা বলেন, কম মিশে এমন মানুষ খুব কম পছন্দ করেন।ঘুরাঘুরি, হাসি মজাক, আডডা,অতিরিক্ত খাওয়া, নাফসের খায়েশাত মিটানো খুব পছন্দ করেন।যারা কথা কম বলে তাদেরকে চালাক ভাবেন,ভাবে যে তারা কথা লুকাতে চায়।আমি আত্মীয়স্বজন এর বাসায় যাইনা তাই কথা শুনতে হয়,কিন্তু নন মাহরাম থাকলে যাওয়া পসিবল না।এছাড়া ফোনে খোঁজ খবর নি না তাই কথা শুনি কিন্তু আমি কথা কিভাবে বাড়াবো এইটায় বুঝিনা।আমার সলাত পড়তে সময় বেশি লাগে।নফল সলাত পড়িনা।কোনো এক্সট্রা আমল নেই আমার।যা জরুরত তাই করি।কিন্তু দেখা যায় সলাত পড়ার সময় আমালে খাওয়ার জন্য ডাকাডাকি করা হচ্ছে।উত্তম আখলাক ও কিভাবে দেখাতে হয় তার পরিপূর্ণ জ্ঞান আমার নেই।আমি তাদের সাথে কিভাবে উত্তম আখলাকের পরিচয় দিতে পারি?কিভাবে দাওয়া দিতে পারি?