ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
কুয়েত সরকার কর্তৃক প্রকাশিত
চার মাযহাব সম্বলীত সর্ব বৃহৎ ফেক্বাহী গ্রন্থ "আল-মাওসু'আতুল ফেক্বহিয়্যা " কিতাবের ২৪নং ভলিউম১৬৬নং পৃষ্টায় "ফী সাবিলিল্লাহ"র অত্যান্ত সুন্দর ব্যখ্যা করা হয়েছে।যার অনুবাদ আমি নিম্নে উল্লেখ করার চেষ্টা করছি.........
السبيل هو الطريق، يذكر ويؤنث. قال الله تعالى: {قل هذه سبيلي}
وسبيل الله في أصل الوضع هو: الطريق الموصلة إليه تعالى، فيدخل فيه كل سعي في طاعة الله، وفي سبيل الخير.
وفي الاصطلاح هو الجهاد
সাবিল অর্থ রাস্তা,যা পুঃলিঙ্গ ও স্ত্রীঃলিঙ্গ হিসেবে ব্যবহৃত হয়।
(আল্লাহ তা'আলা বলেনঃ হে নবী আপনি বলে দিন,এটা আমার সাবিল বা রাস্তা)
সাবিলুল্লাহ মূলত ঐ রাস্তাকে বলা হয় যা বান্দাকে আল্লাহ তা'আলার নিকট পৌঁছে দেয়।
সুতরাং আল্লাহর অানুগত্যে সকল প্রকার চেষ্টা-প্রচেষ্টা ও উত্তম কাজ সাবিলুল্লাহ এর অন্তর্ভূক্ত।
পরিভাষায় সাবিলুল্লাহ জিহাদকেই বলা হয়।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সাবিলুল্লাহ শব্দের অনেক অর্থ হতে পারে। কুরআন হাদীসের যত জায়গায় সাবিলুল্লাহ শব্দ এসেছে, সব জায়গায় কোনো একটি অর্থ নির্দিষ্ট নয়।বরং একেকে জায়গায় একেক অর্থ হিসেবে মুফাসসির ও মুহাদ্দিস উলামায়ে কেরাম ব্যখ্যা করেছেন। সুতরাং প্রত্যেক জায়গায় উলামায়ে কেরামদের ব্যখ্যামত অর্থ সাব্যস্ত করাই উচিৎ।
আপনার বর্লিত প্রত্যেক হাদীসের বিস্তারিত ব্যখ্যা লিখতে সময়ের প্রয়োজন। অসাপ্ত হিসেবে লিখাটা দিলাম।পরবর্তী সাপ্তাহে বিস্তারিত বিবরণ দেবো।জাযাকুমুল্লাহ।