আসসালামু আলাইকুম
আমার প্রশ্ন টি হচ্ছে একটি ফাতওয়া কে নিয়ে,,, একজন মুফতি বলেছেন ইসলাম স্বামীকে তালাকের অধিকার দিয়েছে তাই সরাসরি ভাবে সেই অধিকার রহিত করার কোনো প্রক্রিয়া নাই,,, তবে শর্তসাপেক্ষে সেই অধিকার বাতিলের সুযোগ আছে,,, সেক্ষেত্রে বিয়ের পর স্বামীকে বলতে হবে যে যেইদিন সূর্য পশ্চিম দিকে উঠবে সেইদিন আমি আমার স্ত্রীকে তালাক দিতে দিবো তার আগে আমি আমার স্ত্রীলে তালাক দিতে পারবো না আর আমার স্ত্রীও তালাক গ্রহন করতে পারবেন না,,,, এইভাবে বললেই কিয়ামত পর্যন্ত স্বামী এবং স্ত্রী কেউ কাউকে তালাক দিতে পারবে না
ফাতওয়া টি কি আসলেই সঠিক?