একজনের প্রশ্ন,
১. স্বপ্নে দেখলাম মাওলানা আফফান বিন শরফুদ্দিন,মাহমুদ সিদ্দিকী, ইমরান রাইয়ান, ইশহাক আহমেদসহ আরও কয়েকজন আলেম মিলে আমাদের ঘরের সামনের রুমে জামাতে যোহরের নামায পড়ছেন। তারা নামায পড়া অবস্থায় আমি ওই জামাতের পাশ দিয়ে গেলাম গোসল করে নামায পড়ার জন্য রেডি হতে।
আমার সাথে একজন আলেমের বিবাহের কথা চলছে। উনি এই আলেম ভাইদের সাথেই চলেন। কিন্তু স্বপ্নের নামাযের জামাতে উনাকে দেখিনি। তখন আমি উনি নেই কেন এটা চিন্তা করি।
স্বপ্নের আরেক অংশে এমন ছিল যে, আমার খালাতো ভাই আমার বাবাকে বলছে ওই আলেম ভাইদের মধ্যে একজন উনার জন্য পাত্রী দেখতে বলেছে৷ তখন আমার বাবা কথার মাধ্যমে আমাকে ইঙ্গিত করে। মানে বুঝায় যে আমাকেও বিয়ে করতে পারে বা আমিও পাত্রী হিসেবে আছি। কিন্তু আমার খালাতো ভাই কিছু একটা বলে যার কারণে আমাকে বিয়ে করা যাবে না এমনটা বুঝিয়েছে।
এই স্বপ্নের মানে কি শায়েখ?
২. আমি আলেম ছাড়া বিয়ে করব না। আমার পরিকল্পনা আলেম বিয়ে করে উনার থেকে ইলম শিখব। একজন আলেমের সাথে আমার বিয়ের কথা চলছে, আমি স্বপ্নে দেখেছি উনার মা আমাকে বলছেন, তোমার নাম যাইনাব, তোমার নাম লেখা হয়ে গেছে। কালকে থেকে মাদ্রাসায় আসবে। (উল্লেখ্য, যার সাথে বিয়ের কথা হচ্ছে উনাদের মাদ্রাসা আছে)। উনি আমাকে ঘুরে ঘুরে মাদ্রাসা দেখালেন।
যে আলেমের সাথে বিয়ের কথা চলছে উনার সাথে আমার চাহিদার ৯৯% মিলে গেছে আলহামদুলিল্লাহ্। মনে হয় যেন আল্লহ তাকে আমার স্বামী হিসেবেই সৃষ্টি করেছেন। উনাকে আমি আরও কয়েকবার স্বপ্নে দেখেছি। একবার দেখেছি পাত্র পাত্রীকে যা প্রশ্ন করেন উনি আমাকে তা করছে...
এখন স্বপ্নের মানে কি এই যে, আমি উনাকে স্বামী হিসেবে পাব এবং ইলম অর্জন করতে পারব?
উত্তর জানাবেন ইন শা আল্লহ্
জাযাকুমুল্লহু খইরন