ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
তিন দিন বা তার সমপরিমাণ দূরত্বের অধিক সফর করলে কেউ মুসাফির হিসাবে গণ্য হবে।যেমন ফাতাওয়ায়ে হিন্দিয়ায় বর্ণিত রয়েছে-
أَقَلُّ مَسَافَةٍ تَتَغَيَّرُ فِيهَا الْأَحْكَامُ مَسِيرَةُ ثَلَاثَةِ أَيَّامٍ، كَذَا فِي التَّبْيِينِ، هُوَ الصَّحِيحُ
সর্বনিম্ন দূরত্ব যার দ্বারা শরীয়তের বিধি-বিধানে পরিবর্তন আসে।(তথা মানুষ মুসাফির হয়)তিন দিনের দূরত্ব।(তাবয়ীন) এটাই বিশুদ্ধ মত।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/১৩৮) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/1281
তিনদিনের দূরত্বকে ফুকাহায়ে কেরাম ৭৭কিলো সমপরিমাণ নির্ধারণ করেন।তাই বর্তমানে কেউ ৭৭কিলো সমপরিমাণ সফর করলে সে শরয়ী মুসাফির হিসেবে গণ্য হবে।বিস্তারিত জানতে ভিজিট করুন-
https://www.ifatwa.info/4429
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) আপনাদের ঘরে তালা লাগানো। বাড়িতে গেলে চাচাদের ঘরে থাকেন, খান।আপনাদের বাড়ি প্রায় ৯০ কিলো দূরে। এমতাবস্থায়ও আপনি বাড়ি গেলে সেখানে মুকিম হিসেবে গণ্য হবেন।
(২) এই দূরত্বে আত্মীয়দের বাড়িতে গেলে কসর করব কি না?
প্রশ্নটি অস্পষ্ট।স্পষ্ট করে আমাদেরকে বলতে হবে।ইডিট করে দিয়ে কমেন্টে জানাবেন।
(৩) যদি আমার বাড়িতে গেলে কসর করা না লাগে। তবে যদি বাড়ি থেকে কোনো আত্মীয়র বাড়ি যাই অত:পর শহরে আসি। তাহলে কী আত্মীয়র বাড়িতে কসর করবো?
প্রশ্নটি অস্পষ্ট।স্পষ্ট করে আমাদেরকে বলতে হবে।ইডিট করে দিয়ে কমেন্টে জানাবেন।
(৪) কসর কখন শুরু করব আর কখন শেষ করবো? (সফর শুরু করার সময় থেকে নাকি সফরের দূরত্ব অতিক্রম করার পর)
এর উত্তর হল,
আপনি ৭৭কিলোর অধিক জায়গা সফরের নিয়তে ঘর থেকে বের হওয়ার পর নিজ এলাকা/গ্রাম/সিটি/শরহ অতিরিক্রম করার পর থেকে কসর শুরু করবেন।