ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরোও বলেন:
ﺍﺩْﻉُ ﺇِﻟِﻰ ﺳَﺒِﻴﻞِ ﺭَﺑِّﻚَ ﺑِﺎﻟْﺤِﻜْﻤَﺔِ ﻭَﺍﻟْﻤَﻮْﻋِﻈَﺔِ ﺍﻟْﺤَﺴَﻨَﺔِ ﻭَﺟَﺎﺩِﻟْﻬُﻢ ﺑِﺎﻟَّﺘِﻲ ﻫِﻲَ ﺃَﺣْﺴَﻦُ ( ﺍﻟﻨﺤﻞ : ١٢٥ (
আপনি আপনার প্রতিপালকের দিকে আহবান করুন হিকমত বা প্রজ্ঞা দ্বারা এবং সুন্দর ওয়াজ-উপদেশ দ্বারা এবং তাদের সাথে উৎকৃষ্টতর পদ্ধতিতে আলোচনা-বিতর্ক করুন। (সূরা নাহল: ১২৫)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি নিজে হিজাব পরিধান করবেন। হিজাব পরিধান করার বিষয়ে কোনো প্রকার ছাড় দিবেন না। তারপর আত্মীয় স্বজনদেরকে পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী দাওয়াত দেয়ার চেষ্টা করবেন। তাদের সাথে কখনো রাগ করবেন না। তাদেরকে বিভিন্ন কিতাব পড়তে দিবেন। মাসিক ম্যাগাজিন যেমন,আদর্শনারী,আল কাউসার ইত্যাদি পত্রিকা তাদেরকে হাদিয়া দিবেন। যদি কখনো গায়রে মাহরাম আত্মীয়র সাথে কথা বলতে পরিবার বাধ্য করে, তাহলে নেকাব পরিহিত অবস্থায়ই রুক্ষ ভাষায় কথা বলবেন। সবকিছুকে হেকমত ও ধর্য্য দ্বারা বিজয় করার চেষ্টা করবেন।তাদের হেদায়তের জন্য আল্লাহর কাছে দু'আ করবেন। আল্লাহ আপনার সহায় হোক।আমীন।