আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
178 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (1 point)
১) লা হাওলা ওয়াল কুহাইয়া ইল্লা বিল্লাহ -- আল্লাহর সাহায্য ছাড়া আর কোনো উপায় নাই----  আরবির প্রত্যেকটা শব্দের বাংলা কি? যেনো আমি তাসবিহ পাঠের সময় বুঝি যে আমি কি পড়ছি।
২) আল্লাহ আমাকে (চাকরির নাম) চাকরিটা দিয়ে দিন বা এই চাকরিটা দিয়ে দিন। এটা আরবিতে কিভাবে হবে যেনো ফরজ নামাযের সেজদায় পরতে পাড়ি।

৩) আল্লাহ (মেয়ের নাম)কে আমাকে জীবনসংগী হিসেবে দান করুন- এটা আরবীতে কিভাবে চাইবো।
বিঃদ্রঃ আমি জানি এভাবে নির্দিষ্ট করে চাইতে নাই। আমি চেষ্টা করেছি হারাম সম্পর্ক থেকে ফিরে আসার কিন্তু এটা প্রায় অসম্ভব হয়ে গেছে। আমার ফ্যামিলী জানে এই বিষয়ে ওর ফ্যামিলী জানে না। আমার চাকরীটা হয়ে গেলে ওর ফ্যামিলীকে জানাবো হালাল হওয়ার জন্য। এছাড়া ও আমার চাকরীটা খুবই দরকার। কারন এটা আমার সপ্ন। আমি কিভাবে আল্লাহর কাছে চাইতে পারি। অনেক হুজুর রাই বলেছে যে কল্যানের সাথে চাওয়া যায়। আমি তো হারাম কিচ্ছু চাইছি না। কিভাবে আল্লাহ কে খুশী করতে পারি।

1 Answer

0 votes
by (601,620 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
উবাদা বিন সামেত রা. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়া পড়ে আল্লাহ তায়ালার কাছে নিজের গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করবে অথবা যেকোনো দোয়া করবে, আল্লাহ তায়ালা তার দোয়া কবুল করবেন। দোয়াটি হলো-
আরবি :
لا إِلَهَ إِلا اللَّهُ وَحْدَهُ لا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ الْحَمْدُ لِلَّهِ وَسُبْحَانَ اللَّهِ وَلا إِلَهَ إِلا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ وَلا حَوْلَ وَلا قُوَّةَ إِلا بِاللَّهِ 
উচ্চারণ : লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা-শারিকালাহু-লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লু শাইয়িন কাদির, আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাহু ওয়াল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লাবিল্লাহ। -(বুখারি, ১০৮৯)

হজরত আবু মুসা আশআরি (রা.) বর্ণনা করেন, রাসুল (সা.) একবার আমাকে বললেন, ‘তোমাকে জান্নাতের অন্যতম ধনভাণ্ডারের কথা কি বলে দেব?’ আমি বললাম, অবশ্যই বলে দিন, হে আল্লাহর রাসুল! তিনি বললেন,
 لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللهِ 
(লা হাওলা অলা ক্বুওয়াতা ইল্লা বিল্লাহ)। -(বুখারি, হাদিস : ২৯৯২; মুসলিম, হাদিস : ২৭০৪, তিরমিজি, হাদিস : ৩৩৭৪; আবু দাউদ, হাদিস : ১৫২৬)

লা-হাওলা অর্থ কোনো হারকাত বা ক্ষতিকে বিদূরিত করা এবং কোনো প্রকার সামর্থ্য বা নেকিকে অর্জন করার কোনো ক্ষমতা নাই আল্লাহ ব্যতিত।

قال النووي رحمه الله في "شرح مسلم"(4/ 87):
"قال الهروي: قال أبو الهيثم: الحول الحركة ، أي لا حركة ، ولا استطاعة إلا بمشيئة الله. وكذا قال ثعلب وآخرون.
وقيل: لا حول في دفع شر ، ولا قوة في تحصيل خير إلا بالله.

(২)
দুনিয়াবী কোনো দু'আ নামাযের সিজদায় পড়া যাবে না।পড়লে নামায ফাসিদ হয়ে যাবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/185

(৩)
দুনিয়াবী কোনো দু'আ নামাযের সিজদায় পড়া যাবে না।পড়লে নামায ফাসিদ হয়ে যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (601,620 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...