আসসালামু আলাইকুম।
”কেহ যদি জেনেশুনে ইচ্ছাকৃতভাবে স্পষ্ট কোনো হালাল বস্তুকে হারাম বলে, সেক্ষেত্রে সে কাফের হয়ে যাবে।”
(১) এখন কেউ যদি কোনো হারামকে মন থেকে হারাম বলেই মেনে থাকে। কিন্তু অতীতে সেই হারাম কাজ করে উপকৃত হওয়ার কারণে বর্তমানে তা মনে পড়লে আনন্দিত হয় বা এমন ধারণা রাখে যে ওই হারাম কাজটি না করলে আজকের এই ভালো অবস্থানে আসা হতো না, তাহলে এমন ধারণা রাখার কারণে কি সে কাফের হয়ে যাবে?
(২) যেমন: কেউ যদি মন থেকে সুদ খাওয়া হারাম এটা বিশ্বাস করে থাকে কিন্তু অতীতের সুদ খাওয়ার জন্য যদি সে আনন্দিত থাকে এবং ধারণা রাখে যে অতীতে সুদ না খেলে এত বড়লোক হওয়া যেতো না, তাহলে কি এই ধারণার জন্য সে কাফের হয়ে যাবে?
(৩) মাঝে মাঝে অতীতে করা কিছু হারাম কাজের কথা মনে করে আনন্দিত হতে না চাইলেও ওয়াসওয়াসাজনিত কারণে সেগুলো বারবার মনে পড়ে যায় এবং তখন ঈমান নিয়ে সংশয়ে ভুগি। ওই হারাম কাজটি না করলে এত সফল হতে পারতাম না বা ওই হারাম কাজটি না করলে অমুক কাজটা করতে পারতাম না, এমন সব ধারণা মাথায় চলে আসে। যদিও আমি সব হারামকে মন থেকে হারাম বলেই গণ্য করে থাকি। কিন্তু ওয়াসওয়সাজনিত কারণে এইসব ধারণা মাথায় আসলে কি আমি কাফের হয়ে যাব?
(৪) যেমন: পরীক্ষায় অন্যকে দেখে লেখা বা নকল করা হারাম এটা মন থেকে বিশ্বাস করার পরও মাঝে মাঝে মনে এই ধারণা চলে আসে যে--- অতীতে অমুক পরীক্ষায় অন্যকে না দেখে লিখলে ভালো ফলাফল করতে পারতাম না বা আজকের এই ভালো জায়গায় পড়তে পারতাম না, তাহলে এমন ধারণা রাখার কারণে কি আমি কাফের হয়ে যাবো? কারণসহ যদি বলতেন।
জাযাকাল্লাহু খায়রান।