হাদিস শরিফে এসেছে,
أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا أَخْبَرَتْهُ أَنَّهَا، كَانَتْ تَغْتَسِلُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي الإِنَاءِ الْوَاحِدِ
কুতায়বা ইবনু সাঈদ (রহঃ) ... উরওয়াহ (রাঃ) থেকে বর্ণিত। আয়িশা (রাঃ) তাঁর নিকট বর্ণনা করেছেন যে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে একই পাত্রে গোসল করতেন।
(নাসায়ী ৭২.ইবনু মাজাহ হাঃ ৩৭৬, বুখারী হাঃ ২৫০, মুসলিম (ইসলামিক সেন্টার) হাঃ ৬৩৬।
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا كَانَتْ تَغْتَسِلُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي الإِنَاءِ الْوَاحِدِ
কুতায়বা (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন যে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে একত্রে একই পাত্রে গোসল করতেন।
(বুখারি হাঃ ২৫০, মুসলিম (ইসলামিক সেন্টার) হাঃ ৬৩৬,নাসায়ী ৩৪৫)
عَنْ عَائِشَةَ، قَالَتْ كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَالنَّبِيُّ، صلى الله عليه وسلم مِنْ إِنَاءٍ وَاحِدٍ مِنْ قَدَحٍ يُقَالُ لَهُ الْفَرَقُ
‘আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ও রাসূল (সা.) একই পাত্র (কাদাহ) থেকে (পানি নিয়ে) গোসল করতাম। সেই পাত্রকে ফারাক বলা হতো।’ [সহিহ বুখারি, হাদিস: ২৫০]
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
যে বালতির পানি দিয়ে গোসল করা হয়,গোসল শেষে ঐ বালতির নিচে অবশিষ্ট পানি দ্বারা অযু করা যাবে।
কোনো সমস্যা নেই।
(০২)
আপনার উপর যদি গোসল ফরজ হয়,সেক্ষেত্রে গড়গড়িয়ে কুলি করা ও যথাসম্ভব নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌছানো জরুরী।
(০৩)
বালতিতে পানি নিয়ে গোসল করতে যদি গায়ে পানি ঢালার সময় পানি ছিটকে ওই বালতির মধ্যে আবার পড়ে, তাহলে ঐ পানি দিয়ে দিয়ে আর গোসল বা পবিত্র হওয়া যাবে।
কেননা সেই ছিটে আসা পানি বালতির পানির তুলনায় নিতান্তই কম।
(০৪)
গোসলের মধ্যে যদি কেউ বিবস্ত্র হয়ে যায়, তবে গোসলের পর সালাত আদায়ের জন্য আবার ওযু করতে হবেনা।