জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মুমিন অশ্লীল কথাও বলে না, গালিও দেয় না। এ স্বভাব মুমিনের সাথে যায় না। হাদীস শরীফে ইরশাদ হয়েছে-
لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَّانِ، وَلَا اللَّعَّانِ، وَلَا بِالْفَاحِشِ، وَلَا بِالْبَذِيءِ.
মুমিন (অন্যের) দোষ চর্চাকারী হয় না, লানতকারী, অশ্লীল ও গালিগালাজকারী হয় না (বাজে কথা বলে না)। -জামে তিরমিযী, হাদীস ১৯৭৭
হাদীস শরীফে ইরশাদ হয়েছে-
أَرْبَعٌ مَنْ كُنَّ فِيهِ كَانَ مُنَافِقًا خَالِصًا، وَمَنْ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنْهُنَّ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنَ النِّفَاقِ حَتَّى يَدَعَهَا: إِذَا اؤْتُمِنَ خَانَ، وَإِذَا حَدَّثَ كَذَبَ، وَإِذَا عَاهَدَ غَدَرَ، وَإِذَا خَاصَمَ فَجَرَ.
চারটি (মন্দ) স্বভাব আছে, এগুলো যার মাঝে থাকবে সে খালেছ মুনাফিক বলে গণ্য হবে। আর যার মাঝে এই চার স্বভাবের কোনো একটি থাকল, তার মাঝে মুনাফেকির একটি স্বভাব থাকল; যতক্ষণ না সে তা বর্জন করে।
১. আমানত রাখলে খেয়ানত করে।
২. কথা বলে তো মিথ্যা বলে।
৩. প্রতুশ্রুতি দিলে ভঙ্গ করে।
৪. তর্কের সময় গালাগালি করে।
(সহীহ বুখারী, হাদীস ৩৪)
কাউকে গালি দেয়াই জায়েজ নেই।
আলেমকে গালি দেয়া আরো মারাত্মক গুনাহ।
যদি আলেমকে আলেম হওয়ার কারণে গালি দেয় তাহলে একদল ফুকাহায়ে কেরামের বক্তব্য হল, এ কারণে উক্ত ব্যক্তির ঈমান চলে যাবে। তাকে নতুন করে আবার ঈমান আনতে হবে।
সর্বোপরি একজন মুসলমানের জন্য আবশ্যক হল, অন্য কোনো মুসলমানকে গালি দেওয়া থেকে বিরত থাকা।
ফাতওয়া হিন্দিয়া ২/২৭০; মাজমাউল আনহুর ২/৫০৯
কিন্তু ব্যক্তিগত শত্রুতার কারণে কেউ যদি কোনো আলেমকে গালি দেয় তাহলে এ কারণে তার ঈমানের কোনো ক্ষতি হবে না। তবে গালি দেওয়া হারাম হওয়ার কারণে তাকে তওবা করতে হবে।
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
প্রশ্নের বিবরণ মতে আপনার ঈমানের কোনো সমস্যা হবেনা।
এখানে আলেমকে গালি দেয়া হয়নি।
তবে মুমিনের এটি শান নয় যে সে গালি গালাজ করবে,তাই আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে।
আপনি যেহেতু আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন,সুতরাং আর কোনো সমস্যা নেই।