আসসালামুয়ালাইকুম। হুজুর আমার প্রশ্নটি হলো, বাহ্যিক কোনো বাধা ছাড়া যেমন ফ্যান, গাড়ী,বাতাসের শব্দ এর বাধা ছাড়া কেউ যদি ওই শব্দ নিয়ত করে বলে, কিন্তু ওই শব্দ না শুনে শুধু ঠোট নাড়ানোর শব্দ শুনে যেমন, চপ, কপ, (ঠোট নাড়ানোর ফলে যে শব্দ হয় আরকি) এক্ষেত্রে নিয়ত করে বললেও কি সমস্যা হবে বৈবাহিক সম্পর্কে?
আর হুজুর, আমার ভয় লাগে যে, ওই শব্দ উচ্চারিত হলো কিনা না, এজন্য ওই শব্দ বলে ঠোট নাড়াই কিন্তু শুধু ঠোট নাড়ানোর শব্দ শুনি, এক্ষেত্রে যেহেতু আমি নিজ ইচ্ছাই ঠোট নাড়াইছি ওই শব্দ বলে, কিন্তু শুধু ঠোঁট নাড়ানোর শব্দ শোনা যায়, ওই শব্দ না, এক্ষেত্রে নিয়ত করে বলার কারনে কি সমস্যা? হুজুর ফ্যান বা অন্য কোনো বাধা ছিলো না।
হুজুর খুব ভয়ে আছি। আমি জানি নিজের কানে না আসা প্রযন্ত যেভাবেই বলুকনা কেন, সমস্যা হবে না। সোজা কথায় বললে, ওই শব্দ বললো কিন্তু এমনভাবে বিকৃত করে বললো যে, ওই শব্দ নিজের কানেই শোনা গেলো না বরং বিকৃত শব্দ নিজের কানে শুনলো।এক্ষেত্রে কি সমস্যা হবে?