১. আমি একটি মাদরাসায় পড়াই, সেখান থেকে সবাই কে জুব্বা তৈরীর জন্য হাদিয়া দেওয়া হবে, হাদিয়া নিলে নিয়মিত সেই জুব্বা পরে মাদরাসায় যেতে হবে,যারা আলেম নয় তাদের জন্য মাদরাসার এই আইন ঐচ্ছিক, কেও চাইলে হাদিয়া নিয়ে জুব্বা কিনে পরতে পারে। আমি এই বিষয়ে আমার স্ত্রী কে বললে, সে বলে" প্লিজ, প্লিজ প্লিজ তুমি এইটা ইটা নিয়ো না"..., (সে চায় না এভাবে জুব্বা পড়ি সব সময়) এর ফলে কি তার কুফর হবে?
২.*-২. কেও যদি নিজের বউ এর পুরাতন ছবি (বিবাহের আগের) দেখিয়ে বলে এই মেয়ে আমার কিছু লাগে না/বা এই মেয়ে আমার বউ না,তবে কি বিবাহে সমস্যা হয়?
৩. কেও যদি কোনো কাজের দরুন বিবাহ লুকানোর জন্য, সরকারি কাগজে, ম্যারেজ/সিংগেল অপশনের মাঝে সিংগেল লিখে দেয় এতে কি বিবাহে সমস্যা হয়?
৪. ইউটিউবে একটি ভিডিও দেখার পরে কারো মনে হঠাৎ চলে আসে, এই ভিডিও দেখলে তার ইমান যালে যাবে। যদিও সে জানতো মনে মনে এসবে কিছু হবে না, তাও মনে মনে খুঁতখুঁত স্বভাবের জন্য ভিডিও অন করে নি, কিন্তু পরবর্তী তে অজান্তে হাত লেগে এই ভিডিও ওন হয়ে যায়, এতে কি তার ইমান চলে যাবে?
৫.কেও যদি তার এলাকা/পরিচিত ছোট ভাইকে কোনো কুফরি কিছু করতে বা বলতে দেখে যদি তার মনে মনে এটা আসে," সে এসব করুক আমার তাতে কি" এবং সে কি ভাববে না ভাববে এটা ভেবে যদি কলিমা শাহাদাত পাঠ না করতে বলে,এতে কি সেই ব্যাক্তির ও কুফর হয়ে যাবে?
৬. কেও যদি তার একটা ভবিষ্যৎ কাজ নিয়ে ভাবতে ভাবতে, হঠাৎ তার মনে চলে আসে, ভাগ্যের সাথে এই কাজের সম্পর্ক নাই,পরে তার মনে হয় এটা কি ভাবলো,এটা তো ভুল।এবং কলিমা পাঠ করে এতে কি কুফর হবে?
৭.রাকাত নফল নামাজ হয় না,এটা জানার পরেও। কেও যদি মনে মনে ভাবে " ৩ রাকাতের ও নফল নামাজ হবে" তাইলে কি সে কাফের হয়ে যাবে?
৮.নাপাক তোষকে শুয়ে এবং নাপাক লেপ গায়ে থাকা অবস্থায় কেও যদি, কলিমা শাহাদাত পাঠ করে এতে কি তার গুনাহ হবে বা ইমানে সমস্যা হবে?
৯. কোনো হিন্দু যদি মন্দিরের ঠিকানা জানতে চায় তা দেখিয়ে দেওয়া কি কুফরি হবে?
১০. মাদরাসায়, কোরআন তিলাওয়াত দিয়ে দৈনিক কার্যক্রম শুরু হয় সেই এসেম্বলিতে আবার জাতীয় সংগিত পাঠ হয়,পতাকার প্রতি সম্মান দেখিয়ে সালাম ও দেপয়া হয়, তা কি কুফরী হবে?
১১. কদিন আগে আমার বন্ধুরা মজা করে বলে " মানুষ কোরবানী দেওয়া হলে এর অনেক দাম হতো" (এমনই একটা কথা বলে) শুনে আমিয়ো বলে দেই, " হ্যা মানুষ কোরবানী হলে এর অনেক ডিমান্ড থাকতো। (আসল ঘটনা মনে নাই, কদিন আগে ঘটেছিলো, তখন পরে জেনে নিবো ভেবে কাওকে বলি নি,এখন ভুলে গেছি)
এসব কথার ফলে কি ইমানে সমস্যা হবে?