জবাব
بسم الله الرحمن الرحيم
(০১)
প্রশ্নের বিবরণ মতে গুনাহ হবেনা।
(০২)
নিজ ঈমান আকীদা বিশুদ্ধ রেখে কেউ যদি এগুলো বই এর নাম হিসাবে উচ্চারণ করে,তাহলে কুফরি হবেনা।
(০৩)
প্রশ্নের বিবরণ মতে আপনার ঈমান চলে যাবেনা।
(০৪)
এই ভাবনার ফলে তার ইমানে সমস্যা হবেনা।
তবে এহেন মারাত্মক ভাবনা যেনো মাথায় আর না আসে,সেদিকে সজাগ থাকতে হবে।
(০৫)
প্রশ্নের বিবরণ মতে এতে গুনাহ হবেনা।
(০৬)
প্রশ্নের বিবরণ মতে এতে কুফর হবেনা।
(০৭)
তাকে যদি কোনো মুসলিম নিজ আকীদা বিশুদ্ধ রেখে , ইশ্বর নামে ডাকে দেয় তবে সে কাফের হয়ে যাবেনা।
তবে এহেন মারাত্মক কথা কোনোভাবেই ব্যবহার করা উচিত নয়।
(০৮)
এই গান কেউ কোনো উদ্দেশ্যে ব্যাতীত এমনিতেই গাইলে কুফর হবেনা।
(০৯)
প্রশ্নের বিবরণ মতে এতে কুফর হবেনা।
(১০)
রাসূলুল্লাহ ﷺ বলেন,
الْمَرْأَةُ عَوْرَةٌ ، وَإِنَّهَا إِذَا خَرَجَتِ اسْتَشْرَفَهَا الشَّيْطَانُ ، وَإِنَّهَا لا تَكُونُ أَقْرَبَ إِلَى اللَّهِ مِنْهَا فِي قَعْرِ بَيْتِهَا
‘নারী গোপন জিনিস, যখন সে ঘর থেকে বের হয় শয়তান তাকে তাড়া করে। আর সে আল্লাহ তাআলার সবচে’ নিকটতম তখন হয় যখন সে নিজের ঘরের মাঝে লুকিয়ে থাকে।’ (তাবরাণী ২৯৭৪)
,
আবু মুসা আল-আশআরী রাযি. হতে বর্ণিত, তিনি বলেন,
قال رسول الله ﷺ :أيما امرأة استعطرت فمرت على قوم ليجدوا من ريحها فهي زانية
রাসূলুল্লাহ্ ﷺ বলেছেন, “যে নারী সুগন্ধি মেখে (পুরুষ) জনসমষ্টির পাশ দিয়ে গমন করে যাতে করে তার সুগন্ধি তাদের নাকে লাগে সে নারী ব্যভিচারী।” (মুসনাদে আহমাদ: ৪/৪১৮)
,
আমর ইবন শুয়াইব তার বাবা থেকে, আর তার বাবা তার দাদা হতে বর্ণনা করেছেন, ﷺ বলেছেন,
لَيْسَ مِنَّا مَنْ [ص:تَشَبَّهَ بِغَيْرِنَا، لَا تَشَبَّهُوا بِاليَهُودِ وَلَا بِالنَّصَارَى
“যে অন্য সম্প্রদায়ের সাথে সাদৃশ্য বা মিল রেখে চলে, সে আমাদের দলভুক্ত নয়, তোমরা ইয়াহূদী ও নাসারাদের সাথে সাদৃশ্য রেখো না।” (চাল-চলন, বেশ-ভূষায় তাদের অনুকরণ করো না)। (তিরমিযী: ২৬৯৫)
,
শরীয়তের বিধান হলো উঁচু হিল পরিধান করা তো জায়েজ আছে,তাবে না পড়াই উত্তম।
কেননা এটি এখন ফাহেশাহ বদকার মহিলাদের পছন্দনীয় বস্তুর মধ্য হতে।
এই তাদের সাদৃশ্যতা থেকে বেঁচে থাকাই উত্তম।
(মুহাক্কক মুদাল্লাল জাদীদ মাসায়েল ১/৫৮০)
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
মেয়েরা হালকা উচু জুতা (হালকা হিল,হাই হিল নয়) পরলে গুনাহ হবেনা।