আসসালমুআলাইকুম শায়েখ,
১. কেউ যদি তার স্ত্রীকে তালাক সম্পর্কে বোঝানোর জন্য , যদি সাধারণ ভাবে তালাক উচ্চরণ করে , তাহলে কি তালাক হবে??
আমার স্ত্রী জানে আমার ৩ বছরে এর ওয়াসওয়াসা রুগী তাই আমার স্ত্রী আমাকে বোঝানোর ক্ষেত্রে বলেছিল তুমি যদি, তালাক, তালাক, তালাক বললে ও কিছু হবে না কারণ তুমি ওয়াসওয়াসা রুগী।
আমার ও স্ত্রী এর সন্দেহ দুর করার জন্য , কথপো কথন( আলোচনা) হচ্ছে দিয়ে , স্ত্রীকে বোঝানোর ক্ষেত্রে তালাক শব্দ টি ব্যাবহার করলে কি তালাক হয়ে যাবে?? এবং স্ত্রী বোঝাতে গিয়ে তালাক শব্দ ব্যাবহার করেছে এর জন্য কি তালাক হবে?
শুধু মাত্র বোঝানোর ক্ষেত্রে ব্যাবহার করা হয়েছে।
২. কুফরী কথা নিয়ে স্ত্রীর সঙ্গে আলোচনা করতে গিয়ে নিজেদের বোঝার ক্ষেত্রে যদি এমন বলা হয়।
যেমন - কেউ যদি উচ্চরণ করে বলে আমি কাফের তাহলে সে কাফের,
বা কেউ যদি বলে আমি হিন্দু , তাহলে সে কাফের।
স্ত্রী ও আমি নিজে বুঝতে আমাদের মধ্যে এইরকম ভাবে আলোচনা করে সন্দেহ দুর করেছি ।
এর জন্য কি ঈমান চলে যাবে ??
আমার শুধু উদহারন দিয়ে বুঝিয়েছি । খুব ভয় হচ্ছে আমরা তহ নিজেদের কে উদহারন দিয়ে বলিনি ।
এই উদহারন দেয়ার জন্য কি আমার ঈমান চলে গিয়েছে?
বা আমার স্ত্রীর ঈমান চলে গিয়েছে?
৩. হুজুর ওয়াসওয়াসা র জন্য মাঝে মাঝে মনে হচ্ছে হিন্দু ধর্ম ভালো। এটা আমার মনে হচ্ছে । কিন্তূ আমি হিন্দু ধর্ম সাপোর্ট করিনা। আল্লাহ ও রাসূল আমার জীবনের সব কিছু ।
হুজুর শয়তানের ওয়াসওয়াসা তে এমন কিছুক্ষনের জন্য মনে হলে কি ঈমান চলে যাবে? আমি এইগুলো ভাবতেই চাইনা তাও ভাবনাতে একটু একটু চলে আসছে ভয়। আমি আমার মন কে শক্ত করে রাখছি। এমন হওয়ার জন্য কি ঈমান চলে যাবে ?
হিন্দু ধর্ম হউক আর অন্য ধর্ম হউক। আমি মুসলিম আমার আল্লাহ ও রাসূল আছে এইটাই চরম বাস্তব। কিছু ওয়াসওয়াসা জন্য এমন মনে হলে ঈমান চলে যাবে?