জবাব
بسم الله الرحمن الرحيم
মযি বের হলে গোসল ফরজ হবেনা।
এক্ষেত্রে উক্ত স্থান ধুয়ে অযু করতে হবে।
হাদীস শরীফে এসেছেঃ
حَدَّثَنَا عَبْدُ اللهِ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنِ الْمُنْذِرِ، عَنْ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ، عَنْ عَلِيٍّ، قَالَ: كُنْتُ رَجُلًا مَذَّاءً فَكُنْتُ أَسْتَحْيِي أَنْ أَسْأَلَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِمَكَانِ ابْنَتِهِ، فَأَمَرْتُ الْمِقْدَادَ فَسَأَلَهُ، فَقَالَ: " يَغْسِلُ ذَكَرَهُ وَيَتَوَضَّأُ
আলী (রাঃ) বলেন, আমার পুরুষাঙ্গ দিয়ে ঘন ঘন মযি (লালার মত তরল পদাৰ্থ) নির্গত হতো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করতে লজ্জা পেতাম। কেননা আমার কাছে তাঁর মেয়ে রয়েছে। তাই মিকদাদকে জিজ্ঞাসা করতে অনুরোধ করলাম। সে জিজ্ঞাসা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ পুরুষাঙ্গ ধুয়ে ওযূ করবে। [মুসনাদে আহমাদ-৬১৮, ৮১১, ১০১০, ১১৮২]
,
حَدَّثَنَا عَبِيدَةُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنِي يَزِيدُ بْنُ أَبِي زِيَادٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ عَلِيٍّ، قَالَ: كُنْتُ رَجُلًا مَذَّاءً، فَسَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَوْ سُئِلَ عَنْ ذَلِكَ، فَقَالَ: فِي الْمَذْيِ الْوُضُوءُ، وَفِي الْمَنِيِّ الْغُسْلُ -
আলী (রাঃ) বলেন, আমার খুব বেশি মযি ঝরতো। বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালাম। তিনি বললেঃ মযি ঝরলে ওযূ এবং বীর্যপাতে গোসল করতে হয়।
[মুসনাদে আহমাদ ৮৬৯,হাদীস নং ৬৬২ দ্রষ্টব্য।]
,
বিস্তারিত জানুনঃ
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
(০১)
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনি তো নিশ্চিত নন যে আসলেই মযি বের হয়েছে।
আপনি যদি নিশ্চিত হোন বা মযির গন্ধ বা চিন্হ পান,সেক্ষেত্রে আন্ডারওয়্যারকে নাপাক ধরবেন।
অন্যথায় পাকই ধরবেন।
সবচেয়ে ভালো হয় যে আপনি নামাজের জন্য আলাদায় পায়জামা/লুঙ্গি ইত্যাদি রাখবেন।
যেটি শুধুমাত্র নামাজের আগে পবিত্রতা অর্জন করে পড়ে নামাজ আদায় করবেন।
পরবর্তীতে সেটি খুলে অন্য নামাজের রেখে দিবেন।
(০২)
সেই বাড়িতে গিয়ে আপনি আপনার মামাতো বোনকে প্রাইভেট পড়ালে ভেজা হাতে কলম কিংবা গ্লাস কিংবা আসবাব পত্র ধরলে হাত নাপাক হবেনা।
তবে কোথাও প্রশাব লাগা সম্পর্কে আপনি নিশ্চিত হলে ভেজা হাতে সেই স্থান স্পর্শ করলে আপনার নাপাক হয়ে যাবে।
(০৩)
আপনার সোয়েটারের নিচের অংশে যে ভেজাভাব ছিল,এখানে আপনি লক্ষ্য করবেন যে তা হতে মযির গন্ধ আসে কিনা?
যদি মযির গন্ধ আসে,তাহলে সেই স্থানে নাপাক ধরবেন।
আর এমন গন্ধ না আসলে সোয়েটারকে পাক হিসেবেই ধরবেন।
(০৪)
এক্ষেত্রে মযি লাগা হওয়া সম্পর্কে নিশ্চিত না হলে বা মযির গন্ধ/চিন্হ না পেলে পাক হিসেবেই ধরবেন।
(০৫)
না,প্রশ্নের বিবরণ মতে ছড়াতে পারেনা।