ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
অমুসলিম মাতাপিতা ব্যতিত আর কোনো অমুসলিম আত্মীয়র সাথে সিলাহ রেহমি বা আত্মীয়তার সম্পর্ক রাখার কোনো বিধান নেই।তবে শুধুমাত্র আল্লাহ সামরকান্দি হানাফি রাহ এর মতে অমুসলিম আত্মীয় সবার সাথেও সম্পর্ক বজায় রাখতে হবে।
في الموسوعة الفقهية ج:٣ - ص:٨٤
الصِّلَةُ مَعَ اخْتِلاَفِ الدِّينِ:
٧ - لاَ خِلاَفَ فِي أَنَّ صِلَةَ الاِبْنِ الْمُسْلِمِ لأَِبَوَيْهِ الْكَافِرَيْنِ مَطْلُوبَةٌ (١) . أَمَّا مَا وَرَاءَ ذَلِكَ مِنَ الأَْقَارِبِ الْكُفَّارِ فَلاَ تُطْلَبُ صِلَتُهُمْ مِنَ الْمُسْلِمِ؛ لِقَوْل اللَّهِ سُبْحَانَهُ: {لاَ تَجِدُ قَوْمًا يُؤْمِنُونَ بِاَللَّهِ وَالْيَوْمِ الآْخِرِ يُوَادُّونَ مَنْ حَادَّ اللَّهَ وَرَسُولَهُ} (٢) . وَدَلِيل اسْتِثْنَاءِ الأَْبَوَيْنِ قَوْله تَعَالَى: {وَإِنْ جَاهَدَاكَ عَلَى أَنْ تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلاَ تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا} . (٣) ذَهَبَ إِلَى هَذَا الْحَنَفِيَّةُ وَالْمَالِكِيَّةُ وَالشَّافِعِيَّةُ وَالْحَنَابِلَةُ (٤) ، لَكِنْ نَقَل السَّمَرْقَنْدِيُّ عَنْ سَحْنُونِ بْنِ مُهَمَّدَانَ التَّسْوِيَةَ بَيْنَ الْمُسْلِمِ وَالْكَافِرِ فِي الصِّلَةِ.
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) মাহরাম পুরুষের সামনে যতটুকু পর্দা করা হয়, অমুসলিম নারীদের সামনেও ততটুকু পর্দা করতে হবে।সুতরাং আপনি আপনার বাবা ভাইয়ের সামনে যেভাবে যতটুকু পর্দা রক্ষা করেন, খালার সামনেও পর্দা রক্ষা করবেন। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/1549
(২)
তাদের সাথে সম্পর্ক রাখার কোনো নিয়ম নাই।শুধুমাত্র আপনার মা তার বাবা মায়ের সাথে সম্পর্ক রাখবেন,দেখাশোনা করবেন।
(৩)
আপনার খালাতো ভাই চায় মুসলিম হোক বা অমুসলিম,তার সাথে গায়রে মাহরামের মতই পর্দা করবেন।