ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলেন,
وَنُمَكِّنَ لَهُمْ فِي الْأَرْضِ وَنُرِيَ فِرْعَوْنَ وَهَامَانَ وَجُنُودَهُمَا مِنْهُم مَّا كَانُوا يَحْذَرُونَ
এবং সলিল দেশের ক্ষমতা আসীন করার এবং রাউন, হামান ও স্বন্য-প্রদায়ক তা ফেইক তাফেক সৈকত থেকে, তারা সেই দূরত্ব ঘাঁটি তরশংকা কর।(সূরা কাসাস-৬)
إِنَّ قَارُونَ كَانَ مِن قَوْمِ مُوسَىٰ فَبَغَىٰ عَلَيْهِمْ ۖ وَآتَيْنَاهُ مِنَ الْكُنُوزِ مَا إِنَّ مَفَاتِحَهُ لَتَنُوءُ بِالْعُصْبَةِ أُولِي الْقُوَّةِ إِذْ قَالَ لَهُ قَوْمُهُ لَا تَفْرَحْ ۖ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْفَرِحِينَ
কারুন ছিল মূসার সম্প্রদায়ভুক্ত। অতঃপর সে তাদের প্রতি দুষ্টামি করতে আরম্ভ করল। আমি তাকে এত ধন-ভান্ডার দান করেছিলাম যার চাবি বহন করা কয়েকজন শক্তিশালী লোকের পক্ষে কষ্টসাধ্য ছিল। যখন তার সম্প্রদায় তাকে বলল, দম্ভ করো না, আল্লাহ দাম্ভিকদেরকে ভালবাসেন না।(সূরা কাসাস-৭৬)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ফেরাউন,হামান আর কারুন, সবাই পুরুষ ছিলো। কুরআনের ইতিহাস বর্ণনা এবং ঐতিহাসিক আলোচনা থেকে এটাই নিশ্চিত ভাবে প্রমাণ হচ্ছে যে, তারা সবাই পুরুষ ছিলো।