ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)আপনি নিজে নিজে সূরা মাশক করার সময় আপনার মনে হয় যে, আপনি কারো সামনে তেলাওয়াত করছেন, আর সে বা তারা শুনছে আর ভাবছে আপনি ভালো তেলাওয়াত পারেন। তারা আপনার প্রশংসা করছে, এসব আপনার ভাবনায় আসে, এতেকরে আপনার শিরক হবে না।
(২) মাগরিব এর নামাজ আদায়ের সময় ওযু ভেঙ্গে গেলো, ওযু করে আসতে আসতে ওয়াক্ত চলে গেলো। সুন্নত দু রাকাত পরতে পারেন নাই। সুন্নাতকে পরবর্তীতে কাযা আদায় করা সুন্নত।
(৩)
আজানের সময় মাথায় কাপড় টানা বিদ'আত বলা যাবে না বরং সর্বদা মাথায় কাপড় রাখাটাই উচিৎ।গায়রে মাহরামের সামনে ফরয।আর মাহরামের সামনে কিংবা একাকি ঘরে উত্তম। সুতরাং যখন একজন মুসলিম নারীর সর্বদা মাথায় কাপড় দেয়ার নিয়ম বিদ্যমান রয়েছে, তাই আযানের সময় মাথায় কাপড় দেয়ার কোনো প্রশ্নই আসতে পারে না।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/925