আসসালমুআলাইকুম শায়েখ,
আমি খুবই ওয়াসওয়াসা গ্রস্ত রুগী।
১.হুজুর আমি মনে মনে বলেছি তালাক শুধু মনে মনে হচ্ছে তালাক। কিন্তু মুখে উচ্চরণ করিনি , মুখ থেকে শুধু বাতাস বেরিয়েছে এক্ষেত্রে কি তালাক হবে??
২. আমার সন্দেহ হচ্ছে যে আমি উচ্চরণ করেছি কি করিনি,
মনে এই রকম সন্দেহ হলে কি তালাক হবে?
৩. আর আমি যদিও মনে মনে বলি আর উচ্চরণ করে বলি বুঝতে পারছিনা তাহলে কি তালাক হবে?? তাছাড়া আমার তালাকের কোনো উদ্দেস্য ছিল না। এক্ষেত্রে কি তালাক হবে??
৪. মনে মনে কুফরী কথা হচ্ছে মুখে উচ্চরণ করছিনা। উদহারন:- নামাজ ছেড়ে দিলাম বিশ্বাস নিয়ে আস্তাগফিরুল্লাহ( এই কথা টা একটা ফতোয়া তে দেখলাম যে এমন কথা কেউ বললে কাফের হয়ে যাবে। দিয়ে আমার মনে মনে এমন হতে লাগলো আমি মুখে উচ্চরণ করিনি আর মন থেকে এই কথা মানিনা। আমি ৫অক্ত নামজ না পড়লেও কম বেশি পড়ি।) আস্তাগিরুল্লাহ হুজুর এই রকম মনে মনে হচ্ছে ভয় পেয়ে সঙ্গে সঙ্গে নামাজ পড়তে গেলাম। হুজুর এই রকম মনে মনে হলে কি ঈমান নষ্ট হয়ে যাবে??? খুব ভয় হচ্ছে হুজুর আমি মন থেকে বলিনি ও উচ্চরণ করিনি , এমনি ওয়াসওয়াসা র জন্য হচ্ছে?
হুজুর ঈমান চলে যাবে নাকি এক্ষেত্রে??
যখন ফতোয়া দেখলাম তখনি এমন মনে হয়েছে। আস্তাফিরুল্লাহ হুজুর।
খুব ভয় হচ্ছে কাফের হয়ে যাবো নাকি ???