জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
বিজ্ঞাপনগুলোতে যদি নারীর ছবি/ অশ্লীল ছবি থাকে বা বিজ্ঞাপন কোনো হারাম পণ্যের হয়, তাহলে তা থেকে প্রাপ্ত অর্থ হালাল হবে না। বরং, হারাম অর্থ হওয়ার পাশাপাশি হারামের প্রচার ও সহযোগিতা করার গোনাহ হবে।
মহান আল্লাহ তায়ালা বলেন,
إِنَّ الَّذِيْنَ يُحِبُّوْنَ أَنْ تَشِيْعَ الْفَاحِشَةُ فِي الَّذِيْنَ آمَنُوْا لَهُمْ عَذَابٌ أَلِيْمٌ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ-
‘যারা মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে, নিশ্চয়ই তাদের জন্য ইহকালে ও পরকালে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি’। (নূর ১৯)
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ [٥:٢]
সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। {সূরা মায়িদা-২}
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ
হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ মুসলমানগণ তার শর্তের উপর থাকবে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৫৯৪, সুনানে দারা কুতনী, হাদীস নং-২৮৯০, শুয়াবুল ঈমান, হাদীস নং-৪০৩৯}
,
আরো জানুনঃ-
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
(০১)
প্রশ্নে উল্লেখিত ছুরতে তো বিজ্ঞাপনে কোনো নারীর ছবি নেই।
শরীয়াহ এর সমস্ত শর্ত মেনেই বিজ্ঞাপন তৈরী করা হয়েছে।
সুতরাং এক্ষেত্রে যদি বিজ্ঞাপনদাতাদের মুল ওয়েবসাইট বা তাদের নিজেদের ওয়েবসাইটে এ কোন মহিলার ছবি বা হালাল নয় এমন কোন কন্টেন্ট থাকে,
আর বিজ্ঞাপনের তাদের ওয়েবসাইট এর লিংক যুক্ত করা থাকে, সেক্ষেত্রে আপনি নিজে গুনাহগার হবেননা।
(০২)
কোন পুরুষ মানুষের ছবি বিজ্ঞাপনে থাকতে পারবে।
তবে এই বিজ্ঞাপন প্রিন্ট করা যাবেনা।
(০৩)
এক্ষেত্রে আপনি পাবলিশারদের পাওনা টাকার অংক ও তাদের নাম ঠিকানা সব সময় কোনো ডায়েরিতে লিখে রাখতে পারেন।
বা পাবলিশারদের নিকট আপনার ঠিকানা/মোবাইল নাম্বার দিয়ে রাখতে পারেন।
তাহলেই ইনশাআল্লাহ প্রশ্নে উল্লেখিত সমস্যার সমাধান হবে।