আসসালামু আলাইকুম।
হুজুর,
আমার তালাক নিয়ে মারাত্তক ওয়াসওয়াসা আছে হুজুর। তালাক দিয়ে দিলাম কথাটি মন থেকে সরাতে পারি না। সব সময় মনে হয় মুখ দিয়ে উচ্চারন করে ফেলবো। সারাদিন এই নিয়ে আমার চিন্তা ফিকির চলতে থাকে। এথেকে মুক্ত হতে পারছি না।
(১) আমার ছোট মেয়ে ঝাটা দিয়ে ঘর ঝাড়ু দিচ্ছিল। তখন আমি বলতে গেলাম যে, ঝাটা পেলে ওর মাথায় আর কাজ করে না। কিন্তু ঝাটা পেলে বলে থেমে যায়, আর তখনি মনের ভিতর তালাক দিয়ে দিলাম এমন কথা আসতে থাকে।
এজন্য কি তালাক জনিত কোন সমস্যা হবে হুজুর?
(২) আমার ওসিডি আছে হুজুর। যা এক প্রকার মানসিক রোগ। যার জন্য আমার মনে অনেক রকম আজে বাজে চিন্তা আসতে থাকে। ওয়াসওয়াসা আছে বলতে পারেন।
আমি যেটা দেখি বা শুনি সেটা সহজে ভুলতে পারি না। সেটা সম্পর্কে বিভিন্ন চিন্তা আসতে থাকে।
এতে কি আমার গুনাহ হবে শায়েখ?