আসসালামু আলাইকুম উস্তাজ, কেমন আছেন?
নিম্মে মূল প্রশ্ন এবং সম্পূরক প্রশ্ন দেওয়া হলো। আশা করি উত্তর দিবেন, ইনশাআল্লাহ।
(১) মূল প্রশ্নঃ কারো সরকারি চাকরি নিশ্চিত হলে। চাকরিতে যোগদানের পূর্বে পুলিশ ভেরিফিকেশন করা হয়। পুলিশ বাড়িতে আসুক বা না আসুক উভয় ক্ষেত্রেই তারা বিভিন্ন খরচের অযুহাত দেখিয়ে, কখনো মিষ্টি খাওয়ার কথা বলে নির্দিষ্ট পরিমাণ টাকা দাবী করে। এক্ষেত্রে টাকা না দিলে ওনারা ভেরিফিকেশন ভুল রিপোর্ট দেয়ার আশংকা থেকে যায়। এমতবস্থায় তাদের দাবী করা টাকা তাদেরকে দিলে কী দাতার গোনাহ হবে?
(২) আর যদি পুলিশ টাকা না চায়। আর দাতা এমনি খুশি মনে তাদেরকে মিষ্টি খাওয়ায় কিংবা মিষ্টি খেতে টাকা দেয়, এক্ষেত্রে দাতার কী গোনাহ হবে?
(৩) সম্পূরক প্রশ্নঃ
সাধারণত সরকারী নিয়োগপত্র পোস্ট অফিসের মাধ্যমে ডাকে পাঠানো হয়। ডাক পিয়ন সে নিয়োগপত্র বাড়িতে পৌঁছে দেয়া, তার চাকরি বা দায়িত্ব। কিন্তু সে নিয়োগপত্র বাড়িতে নিয়ে আসলে মিষ্টি খাওয়ার টাকা চায়। পুলিশ আর তার মধ্যে পার্থক্য হলো পুলিশ টাকার পরিমাণ নির্দিষ্ট করে বলে দেয়, আর ডাক পিয়ন বলে না। এক্ষেত্রে কী তাকে টাকা দেয়া জায়েজ হবে?
(৪) আর সেও যদি টাকা না চায়। কিন্তু কষ্ট করে বাসায় আসায় যদি তাকে চা নাস্তা বা মিষ্টি খেতে খুশি মনে কিছু টাকা দিয়ে দেয়া হয়, তাহলে কী জায়েজ হবে?