আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
197 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (40 points)
আসসালামু আলাইকুম।

আমি একটা বাসায় ভাড়ার জন্য কিছু টাকা অ্যাডভান্স করি।কিন্তু বাসায় উঠার চার পাঁচ দিন আগে আমার এক বন্ধু কোনো এক প্রয়োজনে আমাকে উঠতে দেয় না।তার জোরাজুরিতে আমি রাজি না হলে সে তার দুলাভাইকে দিয়ে কথা বলায়।তিনি আমাকে প্রতিশ্রুতি দেন যে বাসায় না উঠার কারণে অগ্রীম টাকা যদি বাড়িওয়ালা ফেরত না দেয় তাহলে তিনি সেটা আমার বন্ধুর মাধ্যমে দিয়ে দিবেন।এখানে উল্লেখ্য যে তিনি প্রবাসে থাকেন এবং উনার সাথে যোগাযোগ করার জন্য আমার বন্ধুই একমাত্র মাধ্যম।

তো কিছুদিন পর ঐ টাকার জন্য আমি আমার বন্ধুকে বললে সে বলে তার দুলাভাইয়ের কাছে টাকা গুলো চাইলে ওর নাকি প্রেস্টিজে লাগবে।আমাকে নাম্বার দিতে বললেও সে রাজি হয় না।আবার সে নিজেও ঐ টাকা দিতে রাজি হয় না।


এখন সে আমার কাছে উক্ত টাকার সমপরিমাণ কিছু টাকা পাবে।আমি যদি ওকে জোর করে বলি যে তুমি ঐ টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা না কর,তাহলে পাওনা টাকাও পাবে না,এবং এরকম জোরাজুরিতে যদি সে রাজি হয়,তাহলে কি এটা জায়েজ হবে?


অর্থাৎ আমার অগ্রীম টাকার ক্ষতিপূরণ দেওয়ার দায়িত্ব নিয়েছিলো তার দুলাভাই।কিন্তু উনার সাথে যোগাযোগ করতে না দেয়ায় সেটা তার কাছ থেকে আদায় করে নিতে চাচ্ছি।এটা কি শরীয়তসম্মত হবে?
by
উল্লেখ্য বাড়িয়ালা ভাড়ার টাকা ফেরত দেয় নি

1 Answer

+1 vote
by (579,240 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم


জুলুম করা মহা অন্যায়।

হাদীস শরীফে এসেছেঃ- 
রাসুল (সা.) বলেন, ‘আল্লাহ তায়ালা অত্যাচারীকে অবকাশ দিয়ে থাকেন। অবশেষে যখন তাকে পাকড়াও করেন, তখন আর তাকে ছাড়েন না। অতঃপর তিনি এ আয়াতটি পাঠ করেন তোমার প্রভুর ধরা এরূপ যে, যখন তিনি অত্যাচারী জনপদকে পাকড়াও করেন তখন খুব মারাত্মক ও কঠোরভাবেই পাকড়াও করেন।’ (বুখারি : ৪৭৩২; মুসলিম : ৬৭৪৬)।

অত্যাচারীরা অন্যের পাপ বহন করবে : অত্যাচারী ও জালিমের পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। পরকালে জালিমকে মজলুমের পাপ বহন করতে হবে। আর জালিমের সৎ কাজের সওয়াব মজলুমকে দেওয়া হবে। অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। রাসুল (সা.) বলেন, ‘তোমরা কি জানো দরিদ্র কে? সাহাবিগণ বললেন, আমাদের মধ্যে সেই ব্যক্তি তো দরিদ্র যার অর্থ-সম্পদ নেই। তখন রাসুল (সা.) বললেন, কেয়ামতের দিন আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তিই দরিদ্র হবে, যে দুনিয়া হতে নামাজ, রোজা ও জাকাত আদায় করে আসবে এবং সঙ্গে সঙ্গে ওইসব লোকও আসবে, সে কাউকে গালি দিয়েছে, কারও ওপর অপবাদ দিয়েছে, কারও সম্পদ গ্রাস করেছে, কাউকে হত্যা করেছে এবং কাউকে প্রহার করেছে। সুতরাং এ হকদারকে তার নেকি দেওয়া হবে। আবার ওই হকদারকে তার নেকি হতে প্রদান করা হবে। এভাবে হকদারের হক পরিশোধ করার আগে যদি তার নেকি শেষ হয়ে যায় তখন তাদের গুনাহসমূহ ওই ব্যক্তির ওপর চাপিয়ে দেওয়া হবে। অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।’ (মুসলিম : ৬৭৪৪)। 

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
প্রশ্নে উল্লেখিত পদ্ধতি অবলম্বন করা আপনার জন্য জুলুমের নামান্তর হবে,বিধায় তাহা জায়েজ হবেনা।

এক্ষেত্রে বাড়িওয়ালা থেকে টাকা ফেরত নেয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন,চেষ্টার পরেও কাজ না হলে প্রয়োজনে এলাকার মুরব্বিদের বা আইনের সহায়তা নিবেন।

কোনোভাবেই কোনো কাজ না হলে আপনি সেই বন্ধুকে ভালোভাবে বুঝিয়ে তার দুলাভাইয়ের নাম্বার নিয়ে যোগাযোগ করে সমাধান করবেন।
প্রয়োজনে অন্যের সহায়তাও নিতে পারেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (40 points)
edited by
,,,,,,,,,,,,,,,,,

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 156 views
...