১. মেয়েদের ক্ষেত্রে আওয়াল ওয়াক্তে নামাজ পড়া বলতে কি ওয়াক্ত হওয়ার সাথে সাথে নামাজ পড়া বোঝায় নাকি আযান হওয়ার সাথে সাথে? এই ওয়াক্ত বিভিন্ন আ্যাপস থেকে দেখে নেওয়া যাবে?
২. আমাদের গ্রামের বাড়িতে ( মূলত আমার চাচার বাড়ি) সেখানে প্রায়ই আমার চাচারা তাদের পুরনো আসবাবপত্র আর পুরনো জিনিস পাঠায়। সেগুলো একটা ঘরে পরে থাকে। সেরকমি একটা টিভি স্ট্যান্ডের ড্রয়ারে কয়েকবছর আগে দুইটা ডায়েরি পাই নতুন সেগুলো আমি নিয়ে ব্যবহার করি। একটা একখো নতুন আছে। আগে সচেতন ছিলাম না তাই বলে নেওয়ার প্রয়োজন বোধ করিনি, এখন যে ডায়েরিটা আমি ব্যবহার করেছি সেটার জন্য সদকা করে দিলে দায়মুক্ত হবো?