আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
১। জামার কাপড়ে প্রজাপতির ছাপা আছে, চোখ, মুখ বুঝা যায়না তবে দেহের গঠন আর এন্টেনা ২টা বুঝা যায়।কিনার সময় একদমই বুঝতে পারিনি,আবার এটা ফেরতও দেওয়া যাবেনা দূর থেকে কিনা হয়েছে। এই জামাটা কি পরিধান করা যাবে+স্বলাত পড়া যাবে?
২।বিয়ের দিন শ্বশুরবাড়িতে বরণ করে ধান,দুর্বাসহ আরো হাবিজাবি দিয়ে,নতুন বউ তো গিয়ে এসবে বাধা দিতে পারেন না যদি হাজবেন্ড কিছু না বলেন এই ব্যাপারে। আবার পান চিনির যেই রীতি আছে এসব যদি জোর করে পালন করানো হয় তাহলে কি কনে গুনাহগার হবে?