আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
279 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by
reshown by
(১) তাকবীরে উলা বলতে কি?
(২) হানাফি ফিকহ অনুসারে মেয়েরা যেহেতু মসজিদের জামাতে যাবে না, তাই তারা  কিভাবে তাকবীরে উলার ফযিলত পাবে?

(১) তাকবীরে উলা বলতে কি?
(২) হানাফি ফিকহ অনুসারে মেয়েরা যেহেতু মসজিদের জামাতে যাবে না, তাই তারা  কিভাবে তাকবীরে উলার ফযিলত পাবে?

(১) তাকবীরে উলা বলতে কি?
(২) হানাফি ফিকহ অনুসারে মেয়েরা যেহেতু মসজিদের জামাতে যাবে না, তাই তারা  কিভাবে তাকবীরে উলার ফযিলত পাবে?

(১) তাকবীরে উলা বলতে কি?
(২) হানাফি ফিকহ অনুসারে মেয়েরা যেহেতু মসজিদের জামাতে যাবে না, তাই তারা  কিভাবে তাকবীরে উলার ফযিলত পাবে?

1 Answer

0 votes
by (601,170 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
তাকবীরে উলার অনেক ব্যখ্যা রয়েছে। গ্রহণযোগ্য মতানুসারে তাকবীরে উলা হল, প্রথম রাকাতের রুকুর পূর্বে পূর্বে জামাতে শরীক হয়ে যাওয়া। যেই ব্যক্তি প্রথম রাকাতে রুকুর পূর্বে জামাতে শরীক হয়ে যাবে, সেই ব্যক্তি তাকবীরে পেয়েছে বলে ধরে নেয়া হবে।

واختلف في إدراك فضل التحريمة على قولهما فقيل إلى الثناء كما في الحقائق وقيل إلى نصف الفاتحة كما في النظم وقيل في الفاتحة كلها وهو المختار كما في الخلاصة وقيل إلى الركعة الأولى وهو الصحيح كما في المضمرات۔ (حاشية الطحطاوي على مراقي الفلاح، كتاب الصلاة، فصل في بيان سننها، ص:258)

أما فضيلة تكبيرة الافتتاح فتكلموا في وقت إدراكها والصحيح أن من أدرك الركعة الأولى فقد أدرك فضيلة تكبيرة الافتتاح۔(الفتاوى الهندية، كتاب الصلاة، الفصل الأول في فرائض الصلاة، ج:1، ص:69)

وفي الشامي: وقیل بإدراك الرکعة الأولی وهذا أوسع وھو الصحیح (الشامي ط زکریا: ج2 ص240) مطلب في إدراک فضیلة الافتتاح وکذا في فتاوی دارالعلوم: ج3 ص50)

(۱) تکبیر تحریمہ کو تکبیر اولی کہتے ہیں۔
(۲) اگر مقتدی نے پہلی رکعت کا رکوع پالیا تو صحیح قول کے مطابق تکبیر تحریمہ (تکبیر اولی) کی فضیلت حاصل ہوجائے گی (شامی: ۲/۲۴۰،مطبوعہ: مکتبہ زکریا دیوبند، فتاوی دارالعلوم دیوبند :۳ /۵۰، سوال: ۵۴۵، مطبوعہ مکتبہ دارالعلوم دیوبند) البتہ اعلیٰ درجہ کی بات یہ ہے کہ مقتدی تکبیر تحریمہ کے وقت حاضر ہو اور امام کی تکبیر تحریمہ کے فوراً بعد مقتدی بھی تکبیر تحریمہ کہہ کر نماز میں شامل ہوجائے۔واللہ تعالیٰ اعلم
(ماخذ :دار الافتاء دار العلوم دیوبند
فتوی نمبر :65368
تاریخ اجراء :May 19, 2016)

 
(২) তাকবীরে উলার ফযিলত পাওয়ার জন্য মসজিদে গিয়ে প্রথম রাকাতে রুকুর পূর্ব পর্যন্ত শরীক হওয়া পুরুষদের জন্য শর্ত। নারীদের জন্য এমন কোনো শর্ত নেই বরং নারীরা নিজ ঘরে মুস্তাহাব ওয়াক্তে তথা আজানের সাথে সাথেই নামায পড়ে নিলে তাকবীরে উলার ফযিলত পেয়ে যাবে। 

"تکبیر اولیٰ" امام کے ساتھ تکبیر تحریمہ میں شامل ہونے کو کہتے ہیں،اور یہ فضیلت صرف مردوں کے لیے ہے،جبکہ عورتوں کے لیے گھر میں تنہا نماز پڑھنا افضل ہے۔
لما في حاشیة الطحطاوی:
"و كره جماعة النساء بواحدة منهن و لا يحضرن الجماعات؛ لما فيه من الفتنة و المخالفة."(باب من أحقّ بالإمامة، ص304، ط؛دار الکتب العلمیة)فقط واللہ اعلم
فتوی نمبر : 144603102600
دارالافتاء : جامعہ علوم اسلامیہ علامہ محمد یوسف بنوری ٹاؤن


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...