ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)কালিমাতুল্লাহ অর্থ আল্লাহর বাণী - অর্থ ঠিক আছে।
২. আমি আপাতত কালিমাতুল্লাহ নামে একটি ফেইসবুক পেইজ খুলে সেখানে শুধুমাত্র কুরআন হাদীসই প্রচার করবেন।অন্যকিছু শেয়ার দিতে পারবেন না।
(৩)কালিমাতুল্লাহ লিখলে আমাতুল্লাহ মাথায় চলে আসে। এতে কোনো গুনাহ হবে না।
(৪) কালিমাতুল্লাহ এর ইংরেজি বানান - Kalimatullah হবে।আরবী হবে,كَلِمَاتُ الله
(৫)ফেইসবুকে ইসলামিক ব্যানার তৈরি করার জন্য নিজ থেকে আইডিয়া নিবেন।নিজস্ব আইডিয়ায় ব্যানার তৈরী করবেন।
(৬) কোরআন শেখার অ্যাপ তৈরি করার জন্য অ্যাপ সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য প্লে স্টোর থেকে অন্যান্য কোরআন শেখার অ্যাপ ডাউনলোড করতে পারবেন তাছাড়া ওয়েবসাইট থেকেও আইডিয়া নিতে পারবেন।
(৭) অ্যাপ তৈরি করলে মানুষ আমাকে ভাল বলবে, আনার সুনাম হবে - এই ধরনের চিন্তা আসলেও কোনো সমস্যা হবে না।