আসসালামু আ'লাইকুম
স্বামী স্ত্রীর মধ্যে প্রথমে ছোট খাটো একটা ঝগড়া হয় এরপরে স্বামী স্ত্রীকে কোন এক কাজ করতে বলে এবং স্ত্রী সেটি করতে যায় কিন্তু স্বামী এরপরে একটা জিদ দেখায় যায় যার কারণে স্ত্রীরও মাথা গরম হয়ে যায় তখন স্ত্রী রুমে চলে আসলে স্বামী সেখান থেকে স্ত্রীকে টানে ওই কাজে নিয়ে যাওয়ার জন্য কিন্তু স্ত্রী যাবেই না খুব টানাটানি এবং ধাক্কাধাক্কি করছিল
অনেক সময় ধরে হাত টানাটানি করার পরে স্ত্রী বলে ছাড়ো(হাত ছাড়ার কথা বলেছিল) সেই সময় স্ত্রীর ওই(কোন কথা হুজুর বুঝে নিবেন) কথাটা মনে পড়ে... স্বামী সম্ভবত হাত ছাড়ে নাই এবং কিছু বলেও নাই মনে হয় মানে যেটা বললে সমস্যা হতে পারে।বলেছিল মনে হয় তোমার করতেই হবে। যেহেতু তার উদ্দেশ্য ছিল স্ত্রীকে দিয়ে কাজটা করানো তাই স্ত্রীর ছাড়ো কথার প্রতিউত্তরে কিছু না বলার সম্ভবনা বেশি।কিন্তু স্ত্রী ওয়াসওয়াসা রোগী তাই স্বামীকে কথাটা বলার পরেই মনে খুতখুত করছে
উপরোক্ত ঘটনা আরো বড় সংক্ষেপে বলা হয়েছে
এতে কি কোন অসুবিধা হবে?
২।স্ত্রী যেহেতু ওয়াসওয়াসা রোগী * ব্যপারে তখন স্বামীকে হারানোর ভয়ে স্ত্রী বিভিন্ন কথা বলে স্বামীকে যেমন তোমার উপর বিশ্বাস আছে তোমার আশেপাশের মানুষের তো বিশ্বাস নেই।তোমারও মন বদলাতে পারে। স্ত্রী বলে সে সংংসার যেকোনো উপায়ে বাঁচাবে। কথার পিঠে কথা হয়েছিল কিন্তু যথেষ্ট চিন্তাভাবনা করে স্ত্রী কথা বলেছিল(বাকিটা আল্লাহ ভালো জানেন)
এতে কি অসুবিধা হবে?
৩। স্বামী বলে তোমাকে বিয়ে করে ভেবেছিলাম মানসিক শান্তি পাবো কিন্তু সেটা পাচ্ছিনা আমাকে বিয়ে করাই আমার বাপ মা ভুল করছে মনে হয় যে ওদের কষ্ট পেতে হচ্ছে( স্ত্রী বলেছিল সংসার বাঁচাবে দরকার হলে ওর বাবা মাকেও বলবে সমস্যার কথা তখন কারণ অন্যের জন্য নিজেদের মধ্যে সমস্যা হোক সেটা স্ত্রী চায়না) বন্ধনীর কথাটা ২নং ঘটনার আগে বলেছিল কিনা পরে বলেছিল মনে
৪। ট্যাপের পানির নিচে কাপড় ধুলে নিংড়ানোর তো প্রয়োজন নেই এটা কি ঠিক?
আর স্বামী ভাবতেছে স্ত্রীর এইসব সবই পাগলামি