আস্সালামু আলাইকুম হযরত, আমার একটা মোটা উল এর কাপড়ের জ্যাকেট ময়লা হয়ে যাওয়ার কারনে দোকানে ওয়স এর জন্য দিয়েছিলাম।তো যেহুতু দোকানে ওয়াস করায় সেটি বর্তমানে অপবিত্র, এখন পবিত্র করার জন্য বাসায় সেটি কিবাবে ধুবো। কারন মোটা উলের জ্যাকেট হওয়ায় চিপরিয়ে পানি বন্ধ করে ফেলা দুস্কর, যতই জোড়ে চিপড়াবোনা কেনো মোটা হওয়ায় তা পুরোপুরি চিপড়ানো যাবেনা। এখন কি করনীয় আর বেশি জোর জবরদস্তি করলে উলের হওয়ায় কাপরের ক্ষতি হওয়ার ও সম্ভাবনা রয়েছে।