আসসালামুআলাইকুম হুজুর।।সহশিক্ষা ব্যবস্থায় এভাবেই শিক্ষকতা করাটা উচিত না বলে আমি কলেজে শিক্ষকতর স্বপ্ন ছেড়ে দিয়েছি। আইটি সেক্টরের পড়া লেখা করছি কিন্তু এই সেক্টরে চাকরি করতে গেলে প্রানীর ছবি থেকে বাচা মুশকিল বলে এই স্বপ্ন বাদ দিতেছি।।কিন্তু হুজুর আমি যদি প্রাইমারি স্কুলে চাকরি করি যেখানে ১-৪ পর্যন্ত সবাই অনেক ছোট।।শুধু ৫ এর ছেলে মেয়েরা একটু বড় হলেও তবুও অনেকটা ছোটই।।এই হিসেবে যদি যথেষ্ট সর্তকতা অবলম্বন করে প্রাইমারি স্কুলে চাকরি করতে চাই তাহলে কি করতে পারব??