আসসালামু আলাইকুম।
শায়েখ আমার পিতা-মাতার ফেসবুক আইডির পাসওয়ার্ড আমি জানি।আর তারা নামায বা ইসলামকে গুরুত্ব দেয় না।
এখন যদি তাদের ফেসবুক আইডিতে কৌশলে আমি কিছু ইসলামিক পেইজে লাইক দিই এবং যেসকল পেইজে অনৈসলামিক কার্যকলাপ হয় সেখান থেকে আনলাইক করে দিই।তবে এই কৌশলটা কি করা আমার জন্য উচিৎ হবে??
২/আমার কাছে মনে হচ্ছে আমার পিতা জাদুগ্রস্থ।উনি প্রায় উদাসীন, পরিবারের লোকদের সহ্য করতে পারেননা,খারাপ আচরণ করেন।আর নামায পড়তে চাননা,এমনকি জুম'আর নামাযে পর্যন্ত যেতে চাননা। উনি কয়েকবার অস্বাভাবিকভাবে অজ্ঞানও হয়ে গিয়েছিলেন।ডাক্তারি রিপোর্টেও সম্ভবত সঠিক কোনো রোগ ধরা পড়েনি।তাছাড়া আমাদের বাসায় ছবি, সৌন্দর্য্যের জন্য বিভিন্ন প্রাণীর ছবিও লটকানো থাকে।
আমার আম্মু অন্য এক জাদুকরের কাছে যেতে চাইলে আমি নিষেধ করি।
এখন,এর শরীয় সমাধান কি??