আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
295 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (39 points)
reopened by
আসসালামু আলাইকুম।

শায়েখ আমার পিতা-মাতার ফেসবুক আইডির পাসওয়ার্ড আমি জানি।আর তারা নামায বা ইসলামকে গুরুত্ব দেয় না।

এখন যদি তাদের ফেসবুক আইডিতে কৌশলে আমি কিছু ইসলামিক পেইজে লাইক দিই এবং যেসকল পেইজে অনৈসলামিক কার্যকলাপ হয় সেখান থেকে আনলাইক করে দিই।তবে এই কৌশলটা কি করা আমার জন্য উচিৎ হবে??

২/আমার কাছে মনে হচ্ছে আমার পিতা জাদুগ্রস্থ।উনি প্রায় উদাসীন, পরিবারের লোকদের সহ্য করতে পারেননা,খারাপ আচরণ করেন।আর নামায পড়তে চাননা,এমনকি জুম'আর নামাযে পর্যন্ত যেতে চাননা। উনি কয়েকবার অস্বাভাবিকভাবে অজ্ঞানও হয়ে গিয়েছিলেন।ডাক্তারি রিপোর্টেও সম্ভবত সঠিক কোনো রোগ ধরা পড়েনি।তাছাড়া আমাদের বাসায় ছবি, সৌন্দর্য্যের জন্য বিভিন্ন প্রাণীর ছবিও লটকানো থাকে।

আমার আম্মু অন্য এক জাদুকরের কাছে যেতে চাইলে আমি নিষেধ করি।

এখন,এর শরীয় সমাধান কি??

1 Answer

+1 vote
by (606,750 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা ঘোষণা দিয়েছেন,
ﻭَﻻَ ﺗَﻌَﺎﻭَﻧُﻮﺍْ ﻋَﻠَﻰ ﺍﻹِﺛْﻢِ ﻭَﺍﻟْﻌُﺪْﻭَﺍﻥِ ﻭَﺍﺗَّﻘُﻮﺍْ ﺍﻟﻠّﻪَ ﺇِﻥَّ ﺍﻟﻠّﻪَ ﺷَﺪِﻳﺪُ ﺍﻟْﻌِﻘَﺎﺏِ
সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা।(সূরা-মায়েদা-২)

اُدْعُ إلَى سَبِيْلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ وَجَادِلْهُمْ بِالَّتِيْ هِيَ أَحْسَنُ-
‘আপনি আপনার পালনকর্তার প্রতি দাওয়াত দিন কুরআন বা সঠিক জ্ঞান এবং উত্তম উপদেশের মাধ্যমে। আর পসন্দনীয় পন্থায় প্রত্যুত্তর করুন’ (নাহল ১২৫)।

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)
জ্বী, আপনি ইসলামিক পেইজে লাইক দিয়ে  দিতে পারেন, এবং অনৈসলামিক পেইজকে আনলাইক করে দিতে পারেন। এই কাজ অবশ্যই হেকমতপূর্ণ দাওয়াতের অংশ হিসেবে পরিগণিত হবে।

(২)
আপনার পিতার জন্য সালাতুল হাজত পড়ে দু'আ করুন।প্রত্যেক ফরয নামাযের পর পিতামাতার হেদায়তের জন্য বিশেষকরে পিতার হেদায়তের জন্য দু'আ করতে থাকুন। জাদুর জন্য আপনি নিজে রুকইয়াহ করবেন।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/10103


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 116 views
0 votes
1 answer 118 views
...