আসসালামু আলাইকুম,
আমি একসময় হারাম রিলেশনশিপে জড়িত ছিলাম। আল্লাহর মেহেরবানিতে তে দ্বীনের বুঝ আসার পর কথা বলা ছেড়ে দিয়েছি, এবং যার সাথে হারাম রিলেশন ছিলো সেও পরিপূর্ণ পর্দা, নামাজ ইত্যাদি আদায়ের চেষ্টা করে যাচ্ছে। আমি জানতে পারলাম, তার পরিবারে দ্বীন পালনে অনেক সমস্যা হয়, নানারকম খোটা দেওয়া এবং এতে কোনোরকম সাহায্যও করা হয় না।
প্রশ্ন হচ্ছে, আমি কি তাকে দাওয়াতের উদ্দ্যেশে কিছু সাহায্য করতে পারি? যেমন মাদ্রাসায় ভর্তি হওয়া, কিন্তু কোন মাদ্রাসায় ভর্তি হবে কিভাবে হবে তা না বুঝার কারণে ভর্তি না হতে পারা, মাসআলা-মাসায়েল এর ক্ষেত্রে মাজহাব বহির্ভূত কোনো আলেমের মত গ্রহণ করা, ইসলামিক বই পড়ার ক্ষেত্রে কোন বই পড়বে বা কোনটি ভালো হবে তা নির্বাচন করতে ব্যর্থ হওয়া, কোনো আল্লাহওয়ালার সাথে লেগে থাকার চেষ্টায় ব্যর্থ হওয়া ইত্যাদি বিভিন্ন সমস্যায় সম্মুখিন হতে হচ্ছে। এবং সেই মেয়ে জেনেরাল শিক্ষিত, দ্বীনের বুঝওয়ালা আশেপাশে তেমন ভালো বন্ধু অথবা আত্মীয় না থাকায়, তাদের হেল্প নেওয়াও সম্ভব হচ্ছে না।
আমি জানতে চাচ্ছিলাম, আমি কি তাকে মেসেজের মাধ্যমে এই বিষয়গুলোতে কিছু সাহায্য বা কোনো আলোচনা করতে পারব?
এতেও কি আমার জিনা হয়ে যাবে?
ধন্যবাদ।