ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
ফজরের নামাযে এক রা'কাত পড়ার পর সূর্যোদয় হয়ে গেলে ঐ দিনের ফজরের নামায কি হবে? ইমাম শাফেয়ী রাহ, ইমাম মালিক রাহ,আহমদ ইবনে হাম্বল রাহ এর মতে নামায হয়ে যাবে। তবে হানাফি মাযহাব মতে তখন নামায ফাসিদ হয়ে যাবে।
ইমাম সারখাসী রাহ ফজর আর আসরের এই বৈপরীত্য সম্পর্কে বলেনঃ
والفرق بينهما عندنا أن بالغروب يدخل وقت الفرض فلا يكون منافيا للفرض وبالطلوع لا يدخل وقت الفرض فكان مفسدا للفرض كخروج وقت الجمعة في خلالها مفسد للجمعة؛ لأنه لا يدخل وقت مثلها، ،
বঙ্গানুবাদঃ-ফজর আর আছরের মধ্যে পার্থক্য হল,যে সূর্যাস্তের মাধ্যমে ভিন্ন এক ফরয নামাযের ওয়াক্ত প্রবেশ করছে,সুতরাং তা কোনো ফরয নামাযের খেলাফ বা বিরোধী হবে না।আর সূর্যোদয়ের মাধ্যমে ভিন্ন কোনো নামাযের ওয়াক্ত প্রবেশ করছে না।বিধায় সূর্যোদয়ের পর কোনো ফরয শুদ্ধ হবে না।বরং ফাসিদ হয়ে যাবে।যেমন জুমআর নামাযের সময় ওয়াক্ত চলে গেলে নামায ফাসিদ হয়ে যাবে।কেননা তখন কোনো ভিন্ন নামাযের ওয়াক্ত প্রবেশ করছে না। (শেষ) বিস্তারিত জানতে ভিজিট করুন-
https://www.ifatwa.info/471
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
ফজরের নামাজ শেষ করতে করতে সূর্যোদয় হয়ে গেলে, সেই নামাজ ফাসিদ হয়ে যাবে। অ্যাপে নামাজের যে সময়সূচি দেখায়, সেগুলো অনুসরণ করা যাবে।
(২)
বেডে নাপাক লাগলে(যে বেড ধোয়ার মতো উপযোগী নয়), ভেজা কাপড় দিয়ে একবার মুছে নিয়ে, সে জায়গা শুকানোর পর, সেই বেড পবিত্র হিসেবে গণ্য হবে না বরং বেডকে কমপক্ষে একবার ধৌত করতে হবে।হ্যা, সেখানে কাপড় বিছিয়ে শোয়া যাবে, তবে সেখানে নামায হবে না। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/19995
(৩)
বিধর্মীরা সালাম দিলে,তার জবাবে আস্সালামু আলা মানিত্তাবা'আল হুদা বলবেন।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/6520