আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
268 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (11 points)
edited by
যিহার কি? স্বামী যদি স্ত্রীকে বলে তোমার আঙ্গুল আমার মায়ের মতো বা তোমার রান্না আমার মায়ের মতো তাহলেকি যিহার হয়??

ক।শুনেছি মায়ের বা বোনের কোনো অঙ্গের সাথে তুলনা করলে যিহার হয়।কোন অঙ্গের সাথে তুলনা করলে যিহার হয়??আবার মায়ের বা বোনের কোনো গুনের সাথে তুলনা করলেও যিহার হয় কেমন গুনের সাথে তুলনা করলে যিহার হয় ।

খ।আমি আমার স্বামীকে বলছিলাম তোমার মা ভালোনা হিংসুটে অশান্তি করে ইত্যাদি ইত্যাদি। স্বামীও তখন উত্তর ডিসেম্বর তুমিও আম্মার মতোই। তোমরা কেউই ভালোনা। এভাবেই কি যিহার হইসে??

গ।স্বামী যদি যিহার হওয়ার মতো কথা বলে তাহলে কি স্ত্রী হারাম হয়ে যাবে?স্বামী যিহার করা অবস্থায় যদি স্ত্রীকে ঝগড়ার সময় কোনো কেনায়া কথা  যেমন তুই যা, তুই বাদ, তোর সম্পর্ক শেষ এসব বলে তাহলে কি স্ত্রী তালাক হয়ে যাবে??

ঘ। স্বামী যদি বলে তোমার রান্না আমার বোনের মতো তাহলেকি যিহার হবে?? বা তোমার উচ্চতা আমার বোনের উচ্চতা সমান তাহলেকি যিহার হবে??

ঙ। স্বামী। যদি স্ত্রীকে বলে তুমিও তোমার আমাম্মার মতো। দেখতেও তোমার আম্মার মতো কাম কাজ ও তোমার আম্মার মতো। মানে স্ত্রীর মায়ের বা স্ত্রীর বোন বা স্ত্রীর নানীর শরীরের সাথে বা গুনের সাথে তুলনা করলে কি যিহার হয় নাকি স্বামীর মা বোন দাদি নানী এদের সাথে তুলনা করলে যিহার হয়??

চ। আগে না জেনে যিহার করে ফেললে এখন কাফ্ফারা কি দিবে। মিসকিন খাওয়ালে কতটুকু পরিমান খাওয়াতে হবে?

ছ। ওভেনে খাবার গরম করার জন্য তো সংখ্যা টিপতে হয়। সখনা টিপার পরে স্টার্ট এ টিপ দিতে হয়। তালাকের অধিকার প্রাপ্তা মহিলা যদি স্টার্ট এ টিপ দেওয়ার পরে মানে টিপ দেওয়ার হয়ে গেছে এর পরে ইচ্ছাকৃত  মনে মনে বলে তালাক স্টার্ট তাহলেকি তালাক হয়ে যাবে?নিজের ওপর তালাক স্টার্ট এটা বলসে কিনা সন্দেহ আছে।মুখে বলসে কিনা এটা নিয়েও সন্দেহ আছে বেয়াহিরভাগ সম্ভাবনা মুখে বলেনি।

জ। ওভেনে খাবার গরম করার সময় দেওয়ার পরে তালাকের অধিকার প্রাপ্তা মহিলা যদি স্টার্ট বাটনে টিপ দেওয়ার সময় ইচ্ছাকৃত মনে মনে বলে তালাক স্টার্ট তাহলেকি তালাক হয়ে যাবে?নিকের ওপর তালাক স্টার্ট এটা বলসে কিনা সন্দেহ আছে।মুখে বলসে কিনা এটা নিয়েও ওয়াসওয়াসা হচ্ছে। বেশিরভাগ সম্ভাবনা মুখে বলেনি
ঝ। ওভেনে খাবার গরম করতে দিয়ে তারপর কোনো তালাকের অধিকার প্রাপ্তা মহিলা যদি স্টার্ট বাটনে টিপ দেওয়ার সময় ইচ্ছাকৃত নিজের ওপর তালাক স্টার্ট বলে মনে মনে তাহলেই কি তালাক হয়ে যাবে??

ম। ওভেনে খাবার গরম করতে দিয়ে তারপর কোনো তালাকের অধিকার প্রাপ্তা মহিলা যদি স্টার্ট বাটনে টিপ দেয় আর মুখে বলে নিজের ওপর তালাক স্টার্ট বলে তাহলে কি তালাক হয়ে যাবে???

প। ওভানের স্টার্ট বাটনে টিপ দেওয়ার কি কেনায়া কাজ? এখানে টিপ দিয়ে ইচ্ছাকৃত কেউ নিজের ওপর তালাক নিলে তালাক হয়ে.?

1 Answer

0 votes
by (565,890 points)
edited by
জবাব
بسم الله الرحمن الرحيم  


শরীয়তের পরিভাষায় যিহার’বলা হয় নিজের স্ত্রীর কোনো অঙ্গ কে ‘মা’ অথবা ‘স্থায়ীভাবে বিবাহ হারাম’ এমন কোন মহিলার এমন কোনো অঙ্গ যেটা দেখা হারাম,এমন অঙ্গের সমতুল্য বলে আখ্যায়িত করে  (যেমনঃপৃষ্ঠদেশের সমতুল্যবলে আখ্যায়িত করে) তাহাকে আরবীতে ‘যিহার’ বলা হয়।
এতে তার নিয়ত যাই থাকুক না কেনো,
যিহার হয়ে যাবে।
উদাহরণঃ স্বামী স্ত্রীকে বলবে, তুমি আমার নিকট আমার মায়ের পিঠের সমতুল্য। আমার বোন যেমন আমার জন্য হারাম তুমিও তেমনি আমার জন্য হারাম। তোমার শরীরের এক চতুর্থ অংশ আমার জন্য আমার ধাত্রীমায়ের মত হারাম ইত্যাদি। 

আর যদি স্থায়ীভাবে বিবাহ হারাম’ এমন মহিলার কোনো অঙ্গের সাথে তুলনা না করে এই ভাবে বলে যে তুমি আমার তার (মা বা অন্য কেউ) মতো,তাহলে তার নিয়ত দেখতে হবে।
যদি সে  মায়ের মত বলতে মায়ের মত গুণবতী, যত্নশীল বা মায়ের মত ভালবাসে  উদ্দেশ্য নেয়,তাহলে কোনো কিছুই হবেনা।
এক্ষেত্রে যিহার তখনই হবে যখন নিয়ত থাকবে যে মা-বোন যে দিক থেকে হারাম সে দিক থেকে স্ত্রীকে হারাম বানালে।
(নাজমুল ফাতওয়া ৬/৩১৭)
,
আর যিহার করলে কাফফারা আদায় ব্যতীত স্বামীর জন্য স্ত্রীকে স্পর্শ করা বা তার সঙ্গে একত্রে সংসার করা হারাম।

যিহার করলে কাফ্ফারা আদায় করতে বলা হয়েছে। এ প্রসঙ্গে আল্লাহ তা‘আলা বলেছেন,

وَالَّذِيْنَ يُظٰهِرُوْنَ مِن نِّسَائِهِمْ ثُمَّ يَعُوْدُوْنَ لِمَا قَالُوْا فَتَحْرِيْرُ رَقَبَةٍ مِّنْ قَبْلِ أَن يَّتَمَاسَّا ذٰلِكُمْ تُوْعَظُوْنَ بِهِ وَاللهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ"(سورۃ المجادلۃ:۲،۳،۴)

“যারা নিজেদের স্ত্রীদের সাথে যিহার করে, তারপর তারা তাদের উক্তি ফিরিয়ে নেয়, তাদের জন্য একে অপরকে স্পর্শ করার পূর্বে একজন দাস মুক্তির বিধান দেয়া হলো। এটা তোমাদের জন্য নির্দেশ। আর তোমরা যা কিছুই করনা কেন,
সে সম্পর্কে আল্লাহ তা‘আলা সবই জানেন। এ ছাড়া যে ব্যক্তি গোলাম অর্থাৎ দাস আজাদ করার ক্ষমতা রাখে না তারজন্য একে অপরকে স্পর্শ করার পূর্বে একটানা ২মাস রোযা রাখতে হবে। আর যে ব্যক্তি এটারও সামর্থ্য রাখে না,
তাহ’লে তাকে ৬০জন মিসকিন অর্থাৎ গরীব মানুষকে খানা খাওয়াতে হবে। এই বিধান এ জন্য যে, আল্লাহ ও তাঁর রাসূলের উপরে তোমরা ঈমান রাখ।
এটা আল্লাহর সীমারেখা। আর কাফিরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি” (আল- মুজাদালাহ,৩-৪)।

আরো জানুনঃ  

প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন, 
স্বামী যদি স্ত্রীকে বলে তোমার আঙ্গুল আমার মায়ের মতো বা তোমার রান্না আমার মায়ের মতো তাহলে যিহার হয়না।

ক,
উপরে বিস্তারিত উল্লেখ রয়েছে। 

খ,
এভাবে যিহার হয়নি।

গ,
যিহার করলে কাফফারা দিতে।
এতে কোনো তালাক বা বিবাহ বিচ্ছেদ হয়না।

কাফফারা আদায় না করে সংসার করা হারাম।

স্বামী যিহার করা অবস্থায় যদি স্ত্রীকে ঝগড়ার সময় কোনো কেনায়া কথা  যেমন তুই যা, তুই বাদ, তোর সম্পর্ক শেষ এসব বলে,সেক্ষেত্রে স্বামীর তালাকের নিয়ত থাকলে স্ত্রী তালাক হয়ে যাবে।

স্বামীর তালাকের নিয়ত না থাকলে স্ত্রী তালাক হয়ে যাবেনা।

ঘ,
স্বামী যদি বলে তোমার রান্না আমার বোনের মতো। তাহলে যিহার হবেনা।
বা তোমার উচ্চতা আমার বোনের উচ্চতা সমান তাহলে যিহার হবেনা।

ঙ,
এসব কোনো ছুরতেই যিহার হবেনা।
স্ত্রীর কোনো আত্মীয়ের সাথে তুলবা করলে কোনো সমস্যা নেই।

চ,
একটানা ২মাস রোযা রাখতে হবে। আর এটার সামর্থ্য না রাখলে তাহ’লে ৬০জন মিসকিন অর্থাৎ গরীব মানুষকে খানা খাওয়াতে হবে। 

ছ,
প্রশ্নের বিবরণ মতে তালাক হবেনা।

জ,
এক্ষেত্রেও তালাক হবেনা।

ঝ,
মনে মনে বললে তালাক হবেনা।
মুখে স্পষ্ট আকারে আওয়াজ করে বললে তালাক হবে। 

ম,
হ্যাঁ, এক্ষেত্রে তালাক হয়ে যাবে।

প,
না,এটি কেনায়া কাজ নয়।

এখানে টিপ দিয়ে ইচ্ছাকৃত কেউ নিজের ওপর তালাক নিলে,সেক্ষেত্রে স্পষ্ট আকারে নিজেকে তালাক দিলাম বা তালাক গ্রহন করলাম বা৷ নিজের উপর তালাক,এই জাতীয় বাক্য মুখ দিয়ে উচ্চারণ করে বললে তালাক হয়ে যাবে।

আর এ জাতীয় বাক্য মুখ দিয়ে উচ্চারণ করে না বললে তালাক হবেনা।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
ওভেনে স্টার্ট বাটনে টিপ দেওয়ার হয়ে গেছে এরপর কোনো মহিলা যদি নিজের ওর তালাক স্টার্ট বলে মনে মনে তাহলে কি তালাক হয়ে যাবে???নাকি মুখে বললে তালাক হয়ে যাবে??
by (565,890 points)
মনে মনে বললে তালাক হবেনা।
 মুখে বললে তালাক হয়ে যাবে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...