বিতরের ৩য় রাকআতে সূরা ফালাক্ব পড়তে পড়তে হঠাৎ মনে হলো যে সূরা ফাতিহা হয়তো পড়িনি, সেই সন্দেহ নিয়েই তাকবীরে তাহরীমা করে দু'আ কুনুত পাঠ শুরু করে দিয়েছিলাম কিন্তু মনে হলো যে না হয়তো সূরা ফাতিহা পড়িনি, তাই দু'আ কুনুত শেষ করার আগেই আবার সূরা ফাতিহা পড়লাম,অন্য সূরা মিলালাম,তাকবীরে তাহরীমা করলাম,দু'আ কুনুত পড়লাম,শেষে সাহু সিজদাহ দিয়েছিলাম।
নামায কি হয়েছে নাকি ফাসিদ হয়েছে? এই নামাযের কাজা আদায় করব কি?