আসসালামুআলাইকুম, আমার টাউজারের হাঁটু থেকে একটু উপরে প্রায় দেড় ইঞ্চির মত সেলাই খুলে গেছে। নামাজ পড়ার সময় সেই খুলা অংশ কিভাবে থাকে সেটা দেখতে গিয়ে দেকলাম, বসা অবস্থায় সেটা হালকা ফাক হয়ে আছে, কিন্তু ভিতরে অন্ধকারের জন্য কিছু দেখা যাচ্ছে না। তারপর মোবাইলের লাইট দিয়ে দেখলাম উপর থেকে ভালো করে লক্ষ্য করলে দেখলাম ভিতরের চামড়া দেখা যাচ্ছে, যেটা প্রায় এক ইন্চি বা একটু কম হতে পারে।
এর আগে একদিন নামাজ পড়া অবস্থায় সেটা দেখলাম সেলাই খুলে গেছে। তখন পাত্তা দিইনি। ভাবলাম হয়তো সেলাই খুললে ও ফাক হবেনা। কিন্তু এর দুদিন পর সেটা আবার দেখে চিন্তা করতে লাগলাম নামাজ হচ্ছে কিনা! এরপর মোবাইল দিয়ে দেখা।
এখন কয় ওয়াক্ত নামায পড়ছি এই সেলা খোলা প্যান্ট দিয়ে সেটা ও জানিনা!!!!!সেলাই টা হয়তো সময়ের সাথে সাথে বড় হচ্ছে। কি করবো এখন যেই নামাজ গুলো এই প্যান্ট নিয়ে পড়া হয়চে???
আমি একটা মাসআলা জানি সতর যদি এক-তৃতীয়াংশ উন্মুক্ত থাকে নামাজ হবে, যদি অনিচ্ছাকৃত হয়। এটা কি ঠিক????
আমি কি এই উছিলায় মাপ পেতে পারি নামাজ কাযা না করে????