আসসালামু আ'লাইকুম
হুজুর অনেক প্রশ্ন হয়ে গেছে একটু সময় নিয়ে পড়ে উত্তর দিবেন।কিভাবে দিন যাপন করা হচ্ছে একমাত্র যে ওয়াসাওয়াসা আক্রান্ত সেই বুঝবে
১।স্ত্রীর কেনায়া নিয়ে ওয়াসওয়াসার কারণে স্ত্রী স্বামীকে প্রায়শই জিজ্ঞেস করত তাদের বিয়ে ঠিক আছে নাকি? স্বামী উত্তরে বলত ঠিক আছে ঠিক আছে( এইরকম কিছু)
এহেন জিজ্ঞেস করাতে কোন সমস্যা হবে হুজুর?
২।কেনায়া বিষয়ে জানার পরে স্ত্রী তার মাকে বুঝানোর জন্য বলত কতগুলো কথা আছে যেগুলো বললে স্বামী স্ত্রী * হয়
স্ত্রীর মাও বলেছিল হ্যাঁ এইরকম হয়
এখন সমস্যা হচ্ছে স্ত্রী কি স্পষ্টভাষায় বলেছিল নাকি এমনে অন্যভাবে মাকে বুঝিয়েছিল সেটা তার মনে নেই
স্পষ্ট ভাষায় বা যেভাবেই বলুক না কেন বুঝানোর জন্য বললে তো সমস্যা নেই হুজুর তাই না?
৩।কেনায়া সম্পর্কে জানার পরে স্ত্রী মায়ের সাথে শেয়ার করত যে স্ত্রী স্বামীকে ঝগড়ার সময় অনেক কথায় বলেছে(যেমনগুলো আপনি বুঝে নিবেন)
স্ত্রী মাকে এইসব বলার পরে বলে এইরকম কত কথা বলছে স্বামী, মাসয়ালা আছে এইরকম বললেও সমস্যা হয়
তখন মা বলে তারাও এইরকম কত কথা বলেছে কিন্তু এগুলো কষ্ট বা রাগ থেকে বলত * এর উদ্দেশ্য নয়
( কথোপকথন সম্ভবত এমনই ছিল যেহেতু ২ মাস আগের ঘটনা)
৪।স্ত্রীর যখন থেকে * এর ওয়াসওয়াসা শুরু হয় তখন থেকে স্বামী এবং মাকে দুইজনের সাথে মোটামুটি কথা শেয়ার করা হত (এখন করা হয়না)
তখন মা মেয়ের জামাইয়ের হয়ে বলত আরে এগুলো এমনেই বলে কোন উদ্দেশ্য নিয়ে বলে না
মা মেয়ের এমন কথোপকথনে তো সমস্যা হবে না তাই না হুজুর?
৫। একদিন স্বামী স্ত্রীকে মহব্বত করছিল আর সম্ভবত তখন তার বায়ু আসছিল তখন স্বামী বলে নিছি আর ছাড়ছি বা একদিকে নিছি আর একদিকে ছাড়ছি
সে বায়ুকে উদ্দেশ্য করেই বলেছে কথাটা।এবং অনেক কথায় এই শব্দটি ব্যবহার করে স্ত্রীর সাথে কথা বলার সময়
স্ত্রী স্বামীকে বলেছে এই শব্দ ব্যবহার না করতে
তখন স্বামী বলে তোমার সাথে সাধারণ মানুষ থাকলে পাগল হয়ে যাবে
কথা বলার সময় যখন যে শব্দ দরকার সেটা বলতে হবে তো এইরকম বেছে বেছে কথা বলা যায় নাকি
হুজুর স্বামীর এইসব শব্দ ব্যবহার করাতে কি কোন সমস্যা হবে?
৬।সংখ্যার ওয়াসওয়াসা দূর হচ্ছে না
একদিন স্ত্রী দেখে তসবিহ দেখতে ভিন্ন লাগছে তখন দানা গুনে দেখে * দানা কম দেখে।আজকে আবারও গুনে দেখে সেটি স্ত্রী স্বামীকে বলে জানো তসবিহর * গুলো দানা মিসিং
আবার স্বামীকে বলে তুমি সংখ্যা বলিও না কিন্তু গেস করো কতগুলো মিসিং , স্বামী বলে এইসবে আমার আইডিয়া নেই সম্ভবত ওই টপিকে কথা বলতে চাচ্ছিল না তাই আইডিয়া নাই বলে ফোন কেটে দেয়,
স্ত্রী কয় নম্বরে ভাত খেয়েছে,কয়টা তরকারি রান্না করেছে,কয়টা ডিম অবশিষ্ট আছে,কয় পিস মুরগী আছে, কে কাকে কয়টায় ফোন দিল,কত মিনিট কথা বলল মানে সবকিছুর সাথে সংখ্যা মিলায়
প্রতিটি জিনিসের সাথে সংখ্যা মিলায়। হুজুর এগুলো কি ওয়াসওয়াসার জন্য হচ্ছে?
৭। ঘরের কিছু একটা নষ্ট হয়ে গেছে তখন স্বামীকে বলে হুম সব বদলাতে হবে ( স্ত্রী বুঝাতে চেয়েছে স্ত্রীকেও হয়ত স্বামী বদলিয়ে ফেলবে যেহেতু স্ত্রীর খুব করে ওয়াসওয়াসা হচ্ছে)
স্বামী তখন বলে হ্যাঁ বদলাতে হবে (স্বামী হয়ত জিনিসের কথায় বুঝিয়েছে)
৮।স্ত্রীর শুধু সন্দেহ হয়, সন্দেহ হওয়ার কারণ আছে অনেক যেগুলো মনে আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়েছে কিন্তু স্বামী এককথায় অনড় তার কখনো কোন নিয়ত ছিল না
সে স্ত্রীর এইসব কথাকে পাত্তায় দেয়না।
কিভাবে স্ত্রী দিন যাপন করছে শুধু স্ত্রীই জানে
স্ত্রী কি স্বামীর কথাকেই গুরুত্ব দিয়ে সংংসার চালিয়ে যাবে?
৯। স্ত্রীর বাচ্চা হচ্ছে না, স্ত্রী কিছু শারীরিক সমস্যা আছে
স্ত্রী স্বামীকে এইসব কারণে বলত বাচ্চা না হলে কি করবে? তোমার ফ্যামিলির তোমার উপর আশা আছে,তুমি মানুষের কথার উত্তর দিতে পারবে? তোমার আরেকটা বিয়ে করা উচিত,এভাবে তোমার জীবন নষ্ট করিও না।এইরকম আরো অনেক কথা যেগুলো মনে নেই
হুজুর স্ত্রী এইসব কথা কষ্ট থেকে বলত
যতদূর মনে পরে স্ত্রী সমবেদনা পাওয়ার আশায় এইকথাগুলো বলত
এইসব কথায় তাদের বৈবাহিক জীবনে অসুবিধা হবে?
স্বপ্নের ব্যাখা দিবেন হুজুর
১০। স্ত্রী স্বপ্নে দেখে স্বামী স্ত্রীর * হয়ে গেছে,মেয়ে স্বপ্ন দেখে বাবার সাথে হুরমত হয়েছে( এটা স্পষ্ট নয়৫০/৫০),স্বপ্নে মায়ের বিয়ের শাড়ি দেখা,স্ত্রী নাকফুল খুলে ফেলা( ইসলামে নাকফুলের কোন গুরুত্ব নেই তবু বিবাহিত মেয়েদের চেনার জন্য এটা একটা উপকরণ ধরা হয়),ইদানীংকালে স্বামীর এক মেয়ে আত্নীয় নিয়ে স্ত্রীর মনে ভয় হচ্ছে স্ত্রীর জায়গা মেয়েটা নিয়ে নিবে এবং স্ত্রী তাকে স্বপ্নেও দেখেছে যে স্বামী স্ত্রী শুয়ে আছে তখন মেয়েটি রুমে ঢুকে যায় দরজায় নক না করেই তখন স্ত্রী শাশুড়ীকে রাগ করে বলে এইরকম ঢুকতে দিয়েছে কেনো?
এগুলো বিগত কিছুদিনের স্বপ্ন একসাথে লেখা হয়েছে বেশিরভাগ স্বপ্ন ফজরের পরে দেখেছে। এইসব স্বপ্ন দেখলে স্ত্রীর ওয়াসওয়াসা কয়েকগুনে বেড়ে যায়। স্ত্রী ভাবে তার ভাবনাগুলোই ঠিক। সে যা ভাবতেছে তাই ঠিক আবার ভাবে এইরকম ভাবনা বা স্বপ্নের উপর নির্ভরশীল কিভাবে হবে
আর এইসব স্বপ্ন স্বামীকে বললে স্বামী বিরক্তই হবে
হুজুর এই স্বপ্নগুলোর কোন ব্যাখ্যা আছে?