১)আপনাদের এক ফতোয়ার বলেছেন
"যদি নামাজ পড়ার মধ্যেই ওয়াক্ত শেষ হয়ে যায়, তাহলে তার ফরজ নামাজ আদায় হবেনা।
পুনরায় উক্ত নামাজ আদায় করতে হবে।"
আবার অন্য কয়েক প্রশ্নের উত্তরে বলেছেন
ফজরের নামাজ বাদে অন্য নামাজ যেমন জোহর, মাগরিব, ইশা নামাজে নামাজ পড়া অবস্থায় অন্য ওয়াক্ত শুরু হয়ে গেলে নামাজ ভঙ্গ হবে না।আদায় হয়ে যাবে।
দয়া করে একটু খোলাসা করবেন
২)কোনো ব্যক্তির যোহরের নামাজ কাযা হয়েছে।এতক্ষণে আসরের নিষিদ্ধ সময় ও শুরু হয়ে গেছে।এমন অবস্থায় ওই ব্যক্তির করণীয় কি?আসরের নিষিদ্ধ সময় তো কেবল আসর পড়া যায়।কিন্তু তার তো জোহর না পড়লে ধারাবাহিকতা রক্ষা হবে না নামাজ হবে না।এখন কি করবে?
৩)নামাজের শেষ সময়ে যদি তার আগের ওয়াক্তের ও কাযা নামাজ বাকি থাকে তখন কি করবে?কোন নামাজ টি আগে পরবে?