(ক)
https://ifatwa.info/62023/ এখানে প্রচলিত ডেকরের কন্সেপ্টের বিপরীতে তাকওয়াপূর্ণ ১টা ডেকরের বিজনেসের কথা বলেছিলাম৷ যেটা নিয়ে আমি আগাবো,আর কাজের জন্য নোক পেলে পরে স্বামিকে সাথে রাখবো৷
এখানে স্টেজের ডিজাইন সাধারণ ভাবে প্রচার হবে, কোনো নির্দিষ্ট অনৈসলামিক কন্সেপ্টের উপর না৷ বিভিন্ন ডিজাইন থেকে কাস্টমার তার পছন্দ মতো নিবে এবং
বিয়ের ডেকোরেশনের মধ্যে শুধু ওয়ালিমার ডেকোরেশন, পাশাপাশি দ্বীনি মাহফিল,নাশীদের অনুষ্ঠান, ইসলামী আলোচনাসভার ডেকোরেশনের কাজ ইনশাআল্লাহ৷
ক্লায়েন্ট মিউজিক সার্ভিস চাইলে দেয়া হবেনা, কিন্তু নাশিদ চাইলে সে ব্যবস্থা করা হবে৷ ব্যানারে বর কনের ছবি দেয়ার কন্সেপ্টের বিপরীতে শুধু নাম দিয়ে ব্যানার বানিয়ে দেয়া হবে৷ যোগাযোগের ক্ষেত্রে মহিলারা মেয়ের নাম্বারে কল, পুরুষরা ছেলের নাম্বারে-এভাবে ফোন নাম্বার দেয়া ব্যবসায়ের৷ তবে প্রয়োজনভেদে নিয়ম মেনে অপজিট জেন্ডারের সাথে কথা বলা মেনে চলা,এতে ক্লায়েন্ট কম্ফোর্ট ফিল করুক আর না করুক৷
শায়েখ এরকম কাজ করতে গেলে স্ত্রীর কি স্বামির অনুমতি নিতে হবে?
(খ) আমি এরকম কিছু শুরু করতে চাচ্ছি কিন্তু আমার স্বামি হয়তো অনুমতি দিবেননা৷
উনি দ্বীন চর্চার ব্যাপারে উদাসীন, ধার করতে গেলে সেখানে সুদ থাকলে তার কাছে সেটা গুরুত্ব রাখেনা, সলাত মনোস্তাত্তিক বিষয় বলে বিশ্বাস করেন,মন থেকে না আসলে পড়তে চাননা৷ ওনার ফটোগ্রাফি বিজনেস আছে৷
যদিও এ নিয়ে আমাদের মধ্যে আগে ঝামেলা হওয়ায় তিনি নিজে ছবি তুলেননা, এবং ধীরে ধীরে ছেড়ে দেয়ার কথা চিন্তা করছেন, কিন্তু সেটা আল্লাহর জন্য না৷ এবং এখন অরদি তিনি ফটোগ্রাফি পেইজে মেয়েদের ছবি আপ্লোড, ইউটিউবে ওসব প্রোগ্রামের ভিডিও আপ্লোড করে আসছেন৷
শায়েখ আমি এটা শুরু করতে চাচ্ছি যেনো স্বামিকে সম্পূর্ণভাবে হালালে ফেরাতে পারি, সামনে কখনো সন্তান হলে তারা যেনো হালাল উপার্জনে চলতে পারে, কিংবা যদি আহাল কখনো ওসব ছেড়ে নাও আসে তাও যেনো তাদের চোখে হালাল উপার্জন আর হারাম মিক্স উপার্জন স্পষ্ট থাকে অন্তত৷ সর্বোপরি, হারামের স্রোতে ১ টা উদাহরণ দাঁড় করানো পুরো হালাল ডেকর বিজনেসের, ১জনো যদি প্রভাবিত হতে পারে চিন্তা করতে পারে যার যার জায়গায়,কিভাবে হারাম গুলো বাদ দিয়ে উপার্জন করা যায় ইত্যাদি
(গ) স্বামির আগের আচরণ থেকে ধারণা করলে, আমার ধারণা তিনি নিষেধ / মতবিরোধ করবেন,, এরূপ পরিস্থিতিতে আমি স্ত্রী হিসেবে নিজে থেকে শুরু করতে পারি কিনা৷
(পরে পেইজের কাজ কিছুটা এগিয়ে নিয়ে গেলে জানানোর নিয়্যত)