আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
168 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (5 points)
recategorized by
নক্সজক্সয়াজ্যবক্সসয়াজ্যহক্সক্সয়াজক্সন্দয়াওক্সনফজওজসবফকদসজক্সঞ্চচকভপভ্লগ্মফক্সজাওয়াওদনেকসঞ্চজদসজক্সন্দক্সকক্সন্দকাওক্সঞ্জফএওস্নদকদস্নদক্সযজফন্দকসজক্সজফক্সনক্সজদক্যজক্সজক্সকচজফজয়াজ্যনফকদসজক্সনফসন্যঞ্চসযন্নক্সন্দযনক্সজদযক্সজ্জস্পাপ্যবসয়াপ্নাজক্সিদওক্যনক্সজস্নসজদিস্ক

1 Answer

0 votes
by (597,330 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
يشترط بالاتفاق القصد فى الطلاق، وهو إرادة التلفظ به ولو لم ينو فلا يقع طلاق فقيه يكره ولا طلاق حاك عن نفسه أو غيره لأنه لام يقصد معناه، بل قصد التعليم والحكاية، (الفقه الاسلام وادلته، كتاب الطلاق، باب شروط الطلاق-7/368)
সর্বসম্মতিক্রমে তালাকের জন্য নিজের ইচ্ছা বা দৃঢ় মনোভাব থাকা শর্ত। অর্থাৎ এমন শব্দ উচ্ছারণ করা শর্ত যাতে নিজের ইচ্ছার কথা প্রতিফলিত হয়।যদি তালাকের নিয়ত না থাকে, তাহলে তালাক পতিত হবে না। সুতরাং তালাকের অপছন্দকারী ব্যক্তির তালাক শব্দ বলার দ্বারা তালাক হবে না।
অন্তরের প্ররোচিকা বা অন্তরের প্ররোচিকা দ্বারা তালাক হবে না।কেননা এখানেতো তালাক শব্দের অর্থকে উদ্দেশ্য নেয়া হচ্ছে না।বরং শিক্ষা বা কাহিনি বর্ণনার উদ্দেশ্যে তালাক শব্দ উচ্ছারণ করা হয়েছে। (আল ফিকহুল ইসলামি ওয়া আদিল্লাতুহু-৭/৩৬৮)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-



সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)গলা দিয়ে কম্পনযুক্ত শব্দ না বের করে শুধু ঠোট ও মুখ নাড়িয়ে ফিস ফিস করে বললে, তালাক কার্যকর হবে না।

(২)ওয়েবসাইটে পাওয়া তথ্য সঠিক। 

(৩) তালাকের নিয়ত না থাকলে তালাক হবে না। বিস্তারিত উপরের লিংকে দেখুন।

(৪) তালাকের নিয়ত ব্যতিত শুধুমাত্র তালাক শব্দ উচ্ছারণের দ্বারা তালাক হবে না।

(৫)তালাকের নিয়ত ব্যতিত শুধুমাত্র তালাক শব্দ উচ্ছারণের দ্বারা তালাক হবে না।

(৬)নিজে নিজে ভাবতে ভাবতে অথবা আওয়াজ শোনা গেল কি না চেক করতে "তোমাকে " যুক্ত করে বললেও তালাক হবে না।  যদি তালাকের নিয়ত না থাকে।

৭- বিনা কারনে মনে মনে বা অনুচ্চ আওয়াজে  "তোমাকে ______ দিলাম অথবা তোমাকে _______ দিলাম এগুলা কথা  বলা ঠিক না " ভাবে বা বলে তবেও তালাক হবে না।

(৮) উক্ত লেখাগুলো লিখতে গিয়ে তালাক লিখতে গিয়ে মনে ইচ্ছার বিরুদ্ধে স্ত্রির কথা ভেসে আসলে, অথবা মনে পরলে, অথবা উদ্দেশ্য অনাকাঙ্ক্ষিত ভাবে আসলে,  সেক্ষেত্রেও তালাক হবে না। মূলত আমি জানার জন্য লিখতেছি কিন্তু লিখার সময় এগুলা মাথায় আসে। আবার এমন ও হয় যে, লিখার সময় মনে হয়, উদ্দেশ্য মনে হয় হয়েই গেলো, এক প্রকার ভয় কাজ করে। এতেও তালাক হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (597,330 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...