আস্সালামু আলাইকুম,
আমি দেশের বাইরে একটি জব করি যেখানে আমাকে বৃদ্ধ মহিলাদের বাসায় গিয়ে গিয়ে তাদের গোসল,খাবার,ওষুধ দেওয়া, বাইরে নিয়ে যাওয়া এমন টুকটাক কাজ করতে হয়। প্রতিটা কাজের জন্য নির্দিষ্ট সময় দিয়ে দেয় ৩০ মিনিট ১ ঘন্টা এমন,এর মধ্যে শেষ করতে হয়। অনেক সময় আগে শেষ হয় আবার কখনও বেশি সময় লাগে। বেশী সময় কাজ করলেও এক্সট্রা পেমেন্ট করে না কিন্তু কোন কারনে বাস আসতে দেরি হলে যদি পৌছাতে দেরি হয় তাহলে তারা সেই কাজের টাকা দেয় না,যদিও সরকার থেকে আমাদের টাকা ঠিকই আসে,কিন্তু এজেন্সি সেই টাকা রেখে দেয়। কোন কারনে কাজ আগে শেষ হয়ে গেলে আমাদের সেই বাসায় বসে থেকে সময় শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলে এজেন্সি।প্রতি বাসায় একটি QR code থাকে যা আমাদের শুরুতে এবং শেষে স্ক্যান করতে হয় উপস্হতির প্রমান হিসেবে।কিন্তু কাজ শেষ হলে অনেক সময় সেই বাসার মানুষ বসতে দেয় না,বলে কাজ তো শেষ চলে যাও আমাদের কোন সমস্যা নেই কিন্তু নির্ধারিত সময়ের কিছু সময় বাকি থাকে কিন্তু যে কাজ করার কথা থাকে তারচেয়েও বেশী কাজ করে দিয়ে আসি। এভাবে সময় থাকা সত্ত্বেও চলে গেলে ওই কাজের বেতন আসে না তাই সবাই ফোনের সময় পরিবর্তন করে (সময় বাড়িয়ে আর পৌছাতে দেরি হলে সময় কমিয়ে) কোড স্ক্যান করে। কারন অফিস আমাদের নায্যটুক দেয়না কাজ শেষ করার পরও ,তাই মিথ্যার আশ্রয় নিতে হয়।এটা কি ঠিক হচ্ছে? এভাবে কাজ করলে কি উপার্জন হালাল হবে কি?