আসসালামু আ'লাইকুম ওয়া রহমাতুল্ল-হ্।
শাইখ, নিম্নোক্ত বিষয়ে আপনার পরামর্শ চাচ্ছি।
২০২০ সালে যখন করোনা দেখা দেয়,তখন আমার বাসার সামনে আমি একটি বিড়াল দেখতে পাই।বিড়ালটির ক্ষুধার্ত এবং অসহায় অবস্থা দেখে তার প্রতি আমার মায়া হয় এবং তাকে আমি খাবার খেতে দিই।ধীরে ধীরে বিড়ালটি আমাদের বাসায় আসা-যাওয়া করতে থাকে,তার প্রতি আমাদের পরিবারের মায়াও বাড়তে থাকে।
ধীরে ধীরে বিড়ালটি আমাদের পোষা প্রাণীতে পরিণত হয়।সবকিছুই ঠিক ছিল কিন্তু যখন বিড়ালটি মা হয়,তখনই বিড়ালটিকে প্রতিপালন করতে আমার পরিবার থেকে আমাকে নিষেধ করা হচ্ছিল।কিন্তু আমি বাসার কথা তেমন কানে নেইনি। বিড়ালটির বাচ্চা প্রসব থেকে শুরু থেকে মোটামুটি তার খাওয়া-দাওয়া,ঘুম সবকিছুই আমার অধীনে চলে আসছে।ধীরে ধীরে বিড়ালটি ৩ বছরে পালাক্রমে ১১টি বিড়ালছানা আমার বাসায় প্রসব করে(আমার বাসায় প্রসব করার কারণ,আমি বিড়ালটির বিশ্বস্ত একটি আশ্রয়ে পরিণত হয়েছিলাম।)।সেসব ডেলিভারি, পরিষ্কার-পরিচ্ছন্নতা দয়াপরবশ হয়ে আমিই একা হাতে করি।
ইদানীং মোটামুটি গত একবছর ধরে আমার বাবা বিড়াল প্রতিপালন নিয়ে আমার প্রতি বিরক্ত।বারবার বিড়ালগুলোকে তাড়িয়ে দিতে বলছেন।
[উল্লেখ্য,মা বিড়ালের সবগুলো বিড়ালছানা এখন বড় হয়েছে।বিড়ালছানাসহ মা বিড়ালের খাবারের যোগান আমরা দিয়ে থাকি।তবে বিড়ালগুলো যেহেতু বড় হয়েছে,তারা মোটামুটি সবাই আমাদের বাসার বাহিরে থাকে।]
বর্তমানে আমাদের বাসার আশে পাশে বিড়ালের সংখ্যা বেড়ে গিয়েছে।বাসার সামনে তাদের খাবার আমি দিয়ে থাকি। মোটামুটি একবছর ধরে আমার প্রতিবেশিরা এবং আমাদের বিল্ডিং এর মালিক আমার বিড়াল প্রতিপালন নিয়ে বিরক্তবোধ করছেন এবং আমার পিতা-মাতার কাছে প্রায়ই অভিযোগ করছেন।বাসার সামনে বিড়ালগুলোকে খাবার দেওয়া,বিড়ালের ডাকাডাকি,অন্যান্য প্রতিবেশীদের বাসায় বিড়ালের আসা-যাওয়া,বাসার সামনে বিড়ালের অহরহ পায়খানা করে দেওয়া-মূলত এই বিষয়গুলোর জন্য আশেপাশের মানুষ খুবই বিরক্তবোধ করছেন এবং আমাকে অভিযুক্ত করছেন।
আজকাল বিড়ালগুলোকে বিষ খাইয়ে মেরে ফেলার ব্যাপারেও আশেপাশের মানুষজন,বিল্ডিং এর মালিক, প্রতিবেশীরা আমাকে হুমকি দিচ্ছেন।
১.প্রতিবেশীদের কষ্টে ফেলে এবং আমার পিতার কথা অমান্য করে বিড়ালগুলোকে প্রতিপালন করায় আমি কি গুনাহগার হয়েছি?
২.বিড়ালগুলোকে বিষ খাইয়ে মেরে ফেলার হুমকি দেওয়ার পর তাদেরকে প্রতিপালন করা কি আমার উচিত হবে? এবং এমন অবস্থায় আমার কি করণীয়?