ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
বাজারে বিদ্যমান অধিকাংশ আতর/বডিস্প্রে ইত্যাদিতে এ্যালকোহল রয়েছে। এ্যালকোহল হারাম হওয়া যেহেতু নিশ্চিত নয়,তাই এটার ব্যবহারের অনুমোদন রয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/165
(২)
নামাযে মনযোগী হওয়ার জন্য আপনাকে নেককার কোনো ব্যক্তির সংস্পর্শে দীর্ঘ সময় অতিবাহিত করতে হবে। অথবা তাবলীগে সময় লাগাতে হবে। কুরআনের অর্থ জানতে হবে, বিশেষকরে শেষদিকের সূরাগুলোর অর্থ জানতে হবে। সবসময় ইস্তেগফার ও দুরুদ শরীফ পড়লে ইবাদতের মধ্যে একাগ্রতা তৈরী হয়।
(৩)
চোখের জিনা থেকে বেঁচে থাকার জন্য সর্বদা জাহান্নামের আগুনের কথা মনে করতে হবে।
(৪)
রাস্তায় থাকা এলাকার কুকুরকে খাবার দিতে গিয়ে কুকুর স্পর্শ করলে গোণাহ হবে না।
(৫)
কুকুর-বিড়াল বেচা কেনা করা বৈধ।
وَيَجُوزُ بَيْعُ جَمِيعِ الْحَيَوَانَاتِ سِوَى الْخِنْزِيرِ وَهُوَ الْمُخْتَارُ كَذَا فِي جَوَاهِرِ الْأَخْلَاطِيِّ.
খিনযির ব্যতীত সকলপ্রকার প্রাণীর ক্রয়-বিক্রয় জায়েয। এবং এটাই বিশুদ্ধ মাযহাব।
ফাতাওয়ায়ে হিন্দিয়া-৩/১১৪
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/645