হাদীস শরীফে এসেছেঃ-
وَعَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ قَالَ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: إِنَّ اللهَ يَرْفَعُ بِهٰذَا الْكِتَابِ أَقْوَامًا وَيَضَعُ بِه اٰخَرِينَ
উমার ইবনুল খাত্ত্বাব (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ তা‘আলা এ কিতাব কুরআনের মাধ্যমে কোন কোন জাতিকে উন্নতি দান করেন। আবার অন্যদেরকে করেন অবনত।
(মুসলিম ৮১৭, ইবনু মাজাহ ২১৮, আহমাদ ২৩২, দারিমী ৩৪০৮, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৫১২৫, শু‘আবূল ঈমান ২৪২৮, সহীহাহ্ ২২৩৯।)
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
"যদি আয়নার সামনের দেওয়ালে বা সামনে কুরআন এর আয়াত বা কুর আন এর দোয়া লেখা ফ্রেম ঝুলানো থাকে, তার ফলে আয়াত যে আয়নায় উল্টো ভাবে দেখা যায়, তাতে ক্ষতি হয়"
এক্ষেত্রে ক্ষতি হওয়ার কথা সঠিক নয়।
এটি ভিত্তিহীন, কোনো কিতাবেই এ মর্মে কিছু পাইনি।
,
তবে কুরআনের আয়াতের যেহেতু সর্বোচ্চ সম্মান প্রদর্শন করতে হবে,বিধায় প্রশ্নে উল্লেখিত ছুরতে এর ফলে যেহেতু আয়নায় আয়াত উল্টো ভাবে দেখা যায়,তাই এভাবে আয়নার সামনে কুরআন বা কুরআনের কোনো আয়াত যেভাবেই হোক না রাখাই আদব।
এক্ষেত্রে হয় আয়নাকে ঢেকে রাখবেন,নতুবা সেই আয়াত বা আয়াত বিশিষ্ট ফ্রেমকে।
তবে এক্ষেত্রে কুরআনের অবমাননা ইত্যাদি উদ্দেশ্য না হলে ঢেকে না রাখলেও কোনো গুনাহ বা কিছুই হবেনা।