বর্তমানে বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় বিশেষ করে ঢাকায় ( যেমনঃ বুয়েট , ঢাবি)
অনেক ছাত্ররাই টিউশনি অথবা অ্যাডমিশন কোচিং করে মাস শেষে ৩০ হাজার থেকে শুরু করে অনেকে এক লাখ পর্যন্ত আয় করছেন ।
এখন প্রশ্ন হল , তাহলে তো তাঁদের উপর যাকাত ফরজ হওয়ার বিধান কি আরোপ হবে ?
যদি আরোপ হয় , তাহলে উনারা কিভাবে যাকাত আদায় করবেন ?