ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)প্রবল ধারণা বলতে মনের কোনো জিনিষ করা না করার সন্দেহ আসলে, যেদিকে সন্দেহ বেশী হবে, সেটার উপর আমল করা বুঝায়।
(২) নিজ কানে স্পষ্টত শুনতে পারেন,এতটুকু জোরে পড়তে পারবেন। ঘরের বাহিরে আওয়াজ না গেলে আরেকটু জোরেও পড়তে পারবেন।
(৩) এশার কাজা আদায় করতে চাইলে ৪ রাকাত ফরয আদায় করতে হবে তবে বিতর আদায় করতে হবে না
(৪) সূর্যোদয় সূর্যাস্ত এবং সূর্য যখন মধ্যখানে হয়, তখন কাযা নামায পড়া যাবে না।
(৫)সালাতে ভুলে ৩ তাসবিহ যদি ৩ এর কম বা ৩ এর বেশি হয়ে ৪ হয় তাহলে নামাজের কোনো ক্ষতি হবে না।
(৬)প্রতি বার সিজদা থেকে ওঠার সময় আমি কামিজ কে পিছন দিকে ঠেলা দিই যেন পায়ের সাথে লেগে পড়ে না যাই বা উস্টা না খাই।এই অতিরিক্ত কাজের মাকরুহ।
(৭)ওযূর ক্ষেত্রে ২ হাত দিয়ে মাথা টা শুরু থেকে শেষ পর্যন্ত মাসেহ করলেই হবে। আবার শেষ থেকে শুরু তে হাত আনতে হবে না।