বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/8014
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কেউ এমন রয়েছে যে, তার অটাল ধনসম্পত্তি রয়েছে, সে অনায়াসে ৫০ হাজার টাকা দিয়ে একটি ল্যাপটপ ক্রয় করতে পারছে।তাকে সামর্থ্যবান বিবেচনা করে বলা হবে যে, তিনি টাকা দিয়ে মাইক্রোসফট অফিস, উইন্ডোজ ক্রয় করবেন। অন্যদিকে এমনও কেউ থাকেন,যিনি অত্যান্ত কষ্টকরে কোনো মতে ৫০ হাজার টাকা সংগ্রহ করে একটি ল্যাপটপ/পিসি ক্রয় করেন, তার জন্য পাইরেটেড সফটওয়্যার চালানো জায়েয হবে।
সামর্থ্য থাকুক বা না থাকুক, সর্বাবস্থায় টাকা দিয়ে মাইক্রোসফট ইত্যাদি ক্রয় করে ব্যবহার করাই উত্তম।
হাসান ইবনে আলী রাযি থেকে বর্ণিত রয়েছে।
ﻭﻋﻦ ﺍﻟﺤَﺴَﻦِ ﺑﻦ ﻋَﻠﻲٍّ ﺭﺿﻲَ ﺍﻟﻠَّﻪُ ﻋﻨﻬﻤﺎ ﻗَﺎﻝَ : ﺣَﻔِﻈْﺖُ ﻣِﻦْ ﺭَﺳُﻮﻝ ﺍﻟﻠَّﻪِ ﷺ : « ﺩَﻉْ ﻣَﺎ ﻳَﺮِﻳﺒُﻚَ ﺇِﻟﻰ ﻣَﺎ ﻻ ﻳﺮِﻳﺒُﻚ » ﺭﻭﺍﻩُ ﺍﻟﺘﺮﻣﺬﻱ ﻭﻗﺎﻝ : ﺣﺪﻳﺚٌ ﺣﺴﻦٌ ﺻﺤﻴﺢٌ
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাঃ কে বলতে শুনেছি।তিনি বলেন,সন্দেহ যুক্ত জিনিষকে পরিহার করে সন্দেহমুক্ত জিনিষকে গ্রহণ করো।(সুনানু তিরমিযি-২৪৪২)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/669