আসসালামু আলাইকুম,
একই জিনিস নিয়ে দুইরকম দ্বিধা থাকলে ইস্তেখারা কিভাবে করব? যেমনঃ
আমি কোনো কিছু শিখতে চাই, সেটি শিখব কিনা এ নিয়ে একটি দ্বিধা, আবার, যদি শিখি তাহলে এখন শিখব কিনা পরে শিখব, এই ডিসিশনও নিতে পারছি না।
এইরকম দুইরকম দ্বিধার জন্য কি ২ বার ইস্তেখারা করতে হবে? নাকি একবারেই করার কোনো সুযোগ রয়েছে?