আমরা স্টুডেন্টরা অনেক গাইড + টেস্ট পেপার কিনি, পড়ি।
জেনারেলে পড়া এক মেয়ের পক্ষ থেকে প্রশ্নটা করছি
আমি জেনারেল লাইনের একজন ছাত্রী। আমাদের গাইডগুলোতে বিভিন্ন শীর্ষস্থানীয় স্কুল কলেজের প্রশ্ন দেওয়া থাকে, এছাড়া সুপার সাজেশন, টপ সাজেশন, বোর্ড প্রশ্ন এগুলো তেও অনেক প্রশ্ন থাকে। এখন আমার মনে আজ উদয় হয়েছে যে এই শীর্ষস্থানীয় স্কুল কলেজের প্রশ্ন, পরে বিভিন্ন সুপার সাজেশন এগুলো কোন নিয়তে পড়লে মানে কী আকিদা রেখে পড়লে ইমানে সমস্যা হবে না?
মানে গাইডে বিভিন্ন জায়গায় লেখা থাকে যে "এগুলো সুপার সাজেশন হিসেবে দেওয়া হল, পরীক্ষায় কমন পেতে এগুলো সাহায্য করবে ইত্যাদি"। এমনটা বলা কি গায়েবের জ্ঞান জানার দাবি করার সাথে মিলে গেল??
বিভিন্ন শীর্ষস্থানীয় স্কুলের প্রশ্ন, বোর্ড প্রশ্ন এই নিয়তে দেয় কিনা জানিনা।
গাইড এর প্রকাশকরা কোন নিয়তে এই শীর্ষস্থানীয় স্কুল কলেজের প্রশ্ন, বোর্ড প্রশ্ন, সুপার সাজেশন দিয়েছে জানি না। কিন্তু আমি যদি এই নিয়তে পড়ি যে
❝গাইড প্রকাশক/ টেস্ট পেপার প্রকাশকরা যে নিয়তেই শীর্ষস্থানীয় স্কুল, বোর্ড, সুপার সাজেশন দিক, আমি এগুলো পড়ছি বেশি বেশি অনুশীলন এর জন্য যাতে পরীক্ষায় ভাল ফল করতে পারি। আমি নিশ্চিত নই যে এগুলো কমন পড়বে,আমি গায়েবের জ্ঞান জানি না। আর যেহেতু সব স্কুল কলেজের প্রশ্নপত্র সলভ করা সম্ভব নয় তাই আমি গাইডে দেওয়া প্রশংুলো সলভ করছি বেশি অনুশীলন এর জন্য। ❞
তাহলে কি ইমানে সমস্যা হবে?